অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা! 

ধর্মীয় অনুভূতিতে আঘাত করায় বলিউড অভিনেতা রাজকুমার রাওয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ভারতীয় আদালত। দেশটির সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

খবর, ২০১৭-য় ‘বহেন হোগি তেরি’ ছবিতে শিব সেজে বাইকে বসার জন্য! এই দৃশ্য হিন্দুধর্মকে অসম্মান করেছে, তখনই দাবি তুলেছিল স্থানীয় শিবসেনা। রাজনৈতিক দলটি জলন্ধর আদালতে ছবির পরিচালক, প্রযোজক এবং নায়ক-নায়িকার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। তারই শুনানিতে আদালতে হাজিরা দেন অভিনেতা। 

এদিকে শুনানিতে আদালতে হাজির না হওয়ার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় অভিনেতার বিরুদ্ধে। আর দেরি করেননি। গ্রেপ্তার এড়াতে সোমবার (২৮ জুলাই) তড়িঘড়ি করে আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

২০১৭ সালে শিবসেনার পক্ষ থেকে রাজকুমারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের তালিকায় আরও ছিলেন ছবির পরিচালক নীতিন কক্কর, প্রযোজক আমুল বিকাশ মোহলে, নায়িকা শ্রুতি হাসান।