চলতি বছরের শুরুতে বলিউড অভিনেতা গোবিন্দের স্ত্রী সুনীতা আহুজা তাদের ৩৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছিলেন তাদের পারিবারিক আইনজীবী। আদালতে দাখিল করা নথিতে বিচ্ছেদের কারণ হিসেবে পরকীয়া, নিষ্ঠুরতা ও পরিত্যাগের কথা উল্লেখ করা হয়েছে।
ফেব্রুয়ারিতেই শোনা যাচ্ছিল, গোবিন্দ ও সুনীতার সম্পর্কে টানাপোড়েন চলছে এবং তারা আলাদা থাকছেন। সে সময় গোবিন্দের ঘনিষ্ঠ বন্ধু ও আইনজীবী ললিত বিন্দালও নিশ্চিত করেছিলেন যে, সুনীতা সত্যিই বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন এবং এর নিষ্পত্তি শিগগিরই হবে।
রিপোর্টে জানা গেছে, ২০২৫ সালের জুন থেকে আদালতের নির্দেশে দম্পতি পরামর্শ সেশনে অংশ নেওয়ার চেষ্টা করছেন। তবে যেখানে সুনীতা নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন, সেখানে গোবিন্দ একাধিকবার অনুপস্থিত থেকেছেন। আদালতের সমন পাওয়ার পরও তিনি ব্যক্তিগতভাবে হাজির হননি। অবশেষে ২০২৫ সালের মে মাসে কারণ দর্শানোর নোটিশ জারির পর তিনি আদালতে উপস্থিত হন। আদালত নির্ধারিত ভার্চুয়াল কাউন্সেলিংয়ে তিনি অংশ নিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট নয়।