আসছে ‘বিগ বস ১৯’, কমেছে সালমান খানের পারিশ্রমিক

সালমান খানের সঞ্চালনায় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম সিজন শুরু হচ্ছে রোববার (২৪ আগস্ট) থেকে। কালার্স টিভি ও জিয়ো হটস্টারে একযোগে সম্প্রচারিত হবে নতুন মৌসুম।

শুরুর আগেই নতুন সিজন নিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছেন সালমান খান। তিনি জানান, প্রতিবছরের মতো এবারও ‘বিগ বস’-এর ঘরে থাকবে নানা ধরনের টুইস্ট। আমিও দর্শকদের মতোই মুখিয়ে আছি এই সিজনের জন্য, বলেন তিনি।

4561

প্রতিযোগীদের নাম ইতোমধ্যেই প্রকাশ্যে এসেছে। এ তালিকায় রয়েছেন-গৌরব খান্না, অমল মালিক, অভিষেক বাজাজ, মৃদুল তিওয়ারি প্রমুখ।

ভারতীয় গণমাধ্যম জানায়, এবারের সিজনে সার্বিক বাজেট কিছুটা কমানো হয়েছে। ফলে সালমান খানের পারিশ্রমিকও কমেছে। সঞ্চালনার জন্য তিনি এবার পাবেন ১২০ থেকে ১৫০ কোটি টাকা। এর আগে বিগ বস ১৭ ও ১৮ সিজনে যথাক্রমে ২৫০ কোটি ও ২০০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, এবারের ‘বিগ বস’ পর্বগুলো প্রথমে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, এরপর টেলিভিশনে সম্প্রচারিত হবে।