রাহাকে কখনো একা রাখবো না: আলিয়া ভাট

বলিউড তারকা আলিয়া ভাট মাতৃত্ব ও পেশাজীবন- দুই দিকই সমানভাবে সামলাচ্ছেন। মা হওয়ার পর থেকে তিনি নিজের জীবনযাত্রায় বড় পরিবর্তন এনেছেন। মেয়ে রাহাকে কেন্দ্র করেই এখন তার প্রতিদিনের ব্যস্ততা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কন্যা রাহার জন্মের পর আলিয়া কিছুদিন অভিনয়জগৎ থেকে দূরে ছিলেন। তবে বর্তমানে আবারও কাজের চাপ বাড়লেও মেয়েকে সময় দেওয়ার ক্ষেত্রে কোনো আপস করছেন না তিনি।

আলিয়া জানান, রাহার জন্মের পরই তিনি ও স্বামী রণবীর কাপুর একটি সিদ্ধান্ত নেন- মেয়েকে কখনো একা ফেলে রাখা হবে না। আলিয়ার ভাষায়, ‘রাহাকে কখনও আমি দেখব, কখনও রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে সন্তানের কাছে থাকবে।’

Alia Bhatt

অভিনেত্রী আরও বলেন, ‘আমরা দিনের পুরোটা সময় তার সঙ্গে কাটাই। তবে রাহা নিজেও বেশ ব্যস্ত থাকে- ওর বিভিন্ন ক্লাস থাকে, দাদু-দিদার কাছে যায়, খেলতে যায়। পরিবার ও সহকারীদের সহায়তা না পেলে এতকিছু সামলানো সম্ভব হতো না।’

বর্তমানে আলিয়া ও রণবীর দু’জনেই একসঙ্গে অভিনয় করছেন ‘লভ অ্যান্ড ওয়ার’ নামের একটি ছবিতে। ছবির শুটিং হচ্ছে রাতে, ফলে তাঁদের রাত কাটছে সেটে। তবু রাহার দেখাশোনার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই তারকা দম্পতি।