রেখা-ইমরান খানের অসম্পূর্ণ প্রেমের গল্প এখন আলোচনায়

বলিউডের এভারগ্রিন নায়িকা রেখার ব্যক্তিজীবন সবসময়ই থেকেছে আলোচনার কেন্দ্রে। একদিকে অমিতাভ বচ্চনের সঙ্গে সম্পর্কের গুঞ্জন, অন্যদিকে স্বামী মুকেশ আগরওয়ালের মর্মান্তিক মৃত্যু- সব মিলিয়ে তার জীবন যেন সিনেমার মতো। এবার নতুন করে সামনে এসেছে আরও এক আলোচিত অধ্যায়- পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন।

Rekha

চলচ্চিত্রজগত ও ক্রিকেট দুনিয়ায় তখন দুই তারকার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেত। সেখান থেকেই শুরু হয় কানাঘুষা- তারা কি কেবল বন্ধু, নাকি তার চেয়েও বেশি কিছু?

গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছিল রেখার মা। জানা যায়, সুদর্শন এই ক্রিকেটারকে নায়িকার মা-ও পছন্দ করতেন। এমনকি তিনি নাকি এক জ্যোতিষীর কাছে গিয়েছিলেন জানতে, ইমরান খান কি তার মেয়ের জন্য উপযুক্ত জীবনসঙ্গী হতে পারেন কি না। তবে সেই জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী আজও অজানা রয়ে গেছে।

Imran Khan

তাদের সম্পর্ক নিয়ে যত আলোচনা-সমালোচনা হোক না কেন, আনুষ্ঠানিকভাবে কেউই কখনও তা স্বীকার করেননি। বিয়ের প্রসঙ্গ তো দূরের কথা, প্রকাশ্যে প্রেমের স্বীকৃতিও মেলেনি।

তবুও চার দশক পরেও বলিউডের পর্দার আড়ালের সেই ‘অজানা কাহিনি’ দর্শক ও ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেয়, গসিপের পাতায় বারবার ফিরে আসে রেখা-ইমরানের সম্পর্কের গল্প।