বিগ বস নিয়ে বিস্ফোরক মন্তব্য তনুশ্রী দত্তের

বলিউডে অনেকটাই অনিয়মিত, তবুও বারবার আলোচনায় উঠে আসেন ‘আশিক বনায়া আপনে’ খ্যাত অভিনেত্রী তনুশ্রী দত্ত। কখনো সামাজিক মাধ্যমে, কখনো বা বিতর্কিত মন্তব্যে। এবার তিনি ফের শিরোনামে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ নিয়ে বিস্ফোরক বক্তব্য দিয়ে।তনুশ্রী দত্ত

তনুশ্রী জানিয়েছেন, গত ১১ বছর ধরে বিগ বসের ঘরে যাওয়ার জন্য তাকে প্রস্তাব দেওয়া হলেও তিনি প্রত্যেকবারই তা ফিরিয়ে দিয়েছেন। এমনকি একবার ১ কোটি ৬৫ লাখ রুপির মোটা অঙ্কের প্রস্তাবও পেয়েছিলেন! তবুও তাঁর সাফ জবাব, আমাকে যদি চাঁদ এনে দেওয়ার কথাও বলা হয়, তবুও যাব না।

তনুশ্রী বলেন, প্রতিবছর ওরা আমাকে বিগ বসে যেতে বলে, আমি প্রতিবারই না বলি। এমনকি বকাঝকাও করি। আমি ওই পরিবেশে একদিনও থাকতে পারব না। নিজের পরিবার সঙ্গেও সবসময় থাকি না, ওদের সঙ্গে কিভাবে থাকব।

তনুশ্রী দত্ত

তিনি আরও বলেন, পুরুষ আর মহিলারা একসঙ্গে এক বিছানায় শুয়েছে, মারামারি করছে এগুলো আমি মেনে নিতে পারি না। আমি নিজের ডায়েট, রুটিন, প্রাইভেসি নিয়ে খুবই কড়া। এই জন্য কোনো শোতে গিয়ে পুরুষের সঙ্গে বিছানা শেয়ার করাটা আমার কাছে অসম্ভব। যত কোটির অফারই দেওয়া হোক, আমি এত সস্তা না। মানুষের বিনোদনের জন্য নিজের নীতিকে বিসর্জন দিতে পারব না।

এটাই প্রথমবার নয়, তনুশ্রী এর আগেও বেশ কয়েকবার বলিউডের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছেন। ২০১৮ সালে ‘মি টু’ আন্দোলনের সময় তিনি বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার, কোরিওগ্রাফার গণেশ আচার্য ও পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তোলেন, যা সে সময় মিডিয়ায় তীব্র আলোড়ন তোলে।

এরপর দীর্ঘদিন ছিলেন অভিনয়ের বাইরে, দেশ ছাড়াও করতে হয়। দুই বছর আগে দেশে ফিরে এলেও এখনো বলিউডে কাজ করছেন না।