লাদাখের বরফাবৃত এলাকায় কনকনে ঠান্ডায় নতুন ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার লড়াইয়ের দৃশ্য করতে গিয়ে চোট পেয়েছেন ভারতের জনপ্রিয় নায়ক সালমান খান। শুটিং এর সময় এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে, অক্সিজেনের অভাবও ছিল। এই অবস্থাতেই চোট নিয়েই শুটিং শেষ করেন তিনি।
শুটিং শেষে আগামী কয়েকদিন বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সালমান খান। বিশ্রাম সেরে ফের শুটিং শুরু করবেন। পরবর্তী শুটিং মুম্বাইতে হবে বলে জানা গেছে।
মুম্বাইয়ে ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার সেভাবে লড়াইয়ের দৃশ্য নেই। ছবির আবেগপ্রবণ ও পারিবারিক দৃশ্যগুলির শুটিং হবে সেখানে।
ছবির শুটিং শুরু হবার পর তার কিছু ঝলক ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে শিউরে উঠেছিলেন সালমানের অনুরাগীরা। রক্তাক্ত সালমন। তার কপাল ফেটে রক্তের ধারা নেমে আসছে। ক্ষতবিক্ষত হাতে মুগুর। রক্তচক্ষু নিয়ে স্থির তাকিয়ে তিনি। সালমানকে এই রূপে দেখে মুগ্ধ তার অনুরাগীরা।
এক অনুরাগী লিখেছেন, সালমানকে এভাবে দেখে গায়ে কাঁটা দিচ্ছে। সেরার সেরা একেই বলে!
আরও এক জন লিখেছেন, টাইগারের প্রত্যাবর্তন হচ্ছে। ২০২৬ সালের আগস্ট মাসে ‘ব্যাটল অব গালওয়ান’ মুক্তি পাওয়ার কথা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া