নতুন অতিথির অপেক্ষায় ভিকি-ক্যাটরিনা

জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন বলিউডের তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে সম্প্রতি তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন তাদের ঘরে আসছে নতুন অতিথি। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাটরিনার বেবি বাম্পের ছবি সামনে আসার পর থেকেই অনুরাগীদের মাঝে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ বিরাজ করছে।

অবশেষে এই খুশির খবরে মুখ খুলেছেন ভিকি কৌশল নিজেই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হবু বাবা হিসেবে নিজের অনুভূতির কথা জানিয়ে ভিকি বলেন, ‘এটা সত্যিই অনবদ্য একটা অনুভূতি, যা বলে বোঝানো যাবে না। এটা সবথেকে বড় আশীর্বাদ। এই সময়টা আমরা ভীষণভাবে উপভোগ করছি। মাঝেমধ্যে তো মনে হচ্ছে, আমরা আর বাড়ি থেকে বাইরে যেতেই পারব না।’

Vicky-Katrina4

সন্তানের আগমনের এই সময়টিকে একেবারে কাছ থেকে উপভোগ করতে ক্যাটরিনার পাশে থাকার চেষ্টা করছেন ভিকি। তিনি জানান, বর্তমানে বেশিরভাগ সময়ই তিনি স্ত্রী ক্যাটরিনার সঙ্গে বাড়িতে কাটাচ্ছেন, যাতে প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত তার চোখ এড়িয়ে না যায়। শুধু তাই নয়, আগামীতেও পরিবারের সঙ্গে সময় কাটাতেই বেশি মনোযোগ দিতে চান বলে জানান ভিকি।

এর আগে চলতি মাসের শুরুতে ভিকির ভাই সানি কৌশলও ভাইয়ের বাবা হতে যাওয়া নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, পরিবারে এই খবরে সবাই যেমন খুশি, তেমনই কিছুটা নার্ভাসও বটে। যদিও শুরুতে এই দম্পতি নিজেদের সুখবর গোপন রেখেছিলেন, কিন্তু ক্যাটরিনার পোশাক ও চলাফেরার ধরন দেখে অনেকেই আগেই আঁচ করতে পেরেছিলেন।

Vicky-Katrina

এখন অনুরাগীরা অধীর অপেক্ষায় রয়েছেন কবে আসবে সেই বহুল প্রতীক্ষিত শুভক্ষণ? যদিও ভিকি সন্তানের জন্মের নির্দিষ্ট সময় জানাননি, তবে তার কথাতেই স্পষ্ট, নতুন অতিথিকে বরণ করার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়ে গেছে।