বলিউডে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা। সম্প্রতি মুম্বাইয়ের একটি পার্টিতে তাদের একসঙ্গে নাচের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে তাদের ঘনিষ্ঠ মুহূর্ত নজর কাড়ে নেটিজেনদের। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা-কল্পনা।
ভিডিওতে দেখা যায়, অমিতাভ বচ্চনের জনপ্রিয় গান ‘কাজরা রে’-এর তালে অগস্ত্যা নন্দার সঙ্গে নাচছেন সুহানা খান। তাদের সঙ্গে ছিলেন অগস্ত্যার মা শ্বেতা বচ্চনও। মুহূর্তগুলো ছিল প্রাণবন্ত ও উচ্ছ্বাসে ভরপুর, আর সেই ভিডিওই এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।
এর আগেও বি-টাউনে সুহানা ও অগস্ত্যার রসায়ন নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি দুজনের কেউই।
২০২৩ সালে জোয়া আখতারের মিউজিক্যাল কমেডি ঘরানার ছবি ‘দ্য আর্চিস’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন সুহানা খান ও অগস্ত্যা নন্দা। ছবিটি মুক্তির পর দর্শকের প্রতিক্রিয়া ছিল মিশ্র, তবে নবাগত এই দুই তারকা আলাদা করে নজর কাড়েন। এরই মধ্যে সাম্প্রতিক পার্টিতে গানের তালে একসঙ্গে নাচের দৃশ্য ফের উস্কে দিয়েছে তাদের প্রেমের গুঞ্জন।