অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন বলিউড তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপাবলির শুভক্ষণে প্রথমবারের মতো তাদের কন্যা দুয়াকে প্রকাশ্যে আনলেন তারা। এই বিশেষ মুহূর্তের ছবিগুলো দম্পতি তাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে ভাগ করে নিয়েছেন।
দীপাবলির জন্য পরিবারের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবিতে দীপিকা, রণবীর ও দুয়াকে ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে। মা ও মেয়ে দুজনেই পরেছেন লাল রঙের জমকালো চুড়িদার। এর সঙ্গে মানানসই সোনার গয়নায় দীপিকার সাজে ছিল এক বিশেষ ঔজ্জ্বল্য, যা শিশু দুয়ার পোশাকেও প্রতিফলিত হয়েছে। অন্যদিকে, রণবীর সিংকে দেখা গেছে সাদা-ঘিয়ে রঙের শেরওয়ানি পরিহিত অবস্থায়।
এক ফ্রেমে ধরা পড়া ছবিগুলোতে এই তিনজনের হাস্যোজ্জ্বল মুহূর্তগুলি অনুরাগীদের মন ছুঁয়ে গেছে। কোনো ছবিতে দুয়াকে হাসতে দেখা গেছে, আবার কোনোটিতে সে বাবা-মায়ের কোলে খেলা করছে। ছবিগুলোর ক্যাপশনে সংক্ষিপ্ত কিন্তু মধুর বার্তা লেখা ছিল ‘দীপাবলির শুভেচ্ছা।’
এই তারকা দম্পতির কন্যাকে দেখার জন্য ভক্তরা অনেক দিন ধরেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ছবিগুলো প্রকাশ্যে আসার পর অনুরাগীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে কারও মতে দুয়া একেবারে দীপিকার মতো দেখতে, আবার কারও মতে তার চোখ-মুখে স্পষ্ট রণবীরের ছাপ।
প্রকাশিত পাঁচটি ছবির মধ্যে শেষ ছবিটি বিশেষভাবে অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। সেই ছবিতে দেখা যায়, দীপিকার কোলে বসে দুয়া দুই হাত জোড় করে প্রার্থনায় মগ্ন।
উল্লেখ্য, গত বছর গণেশ চতুর্থীর পরদিন কন্যা সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা ও রণবীর। সে বছরের দীপাবলিতেই তারা মেয়ের নাম ‘দুয়া’ প্রকাশ করেছিলেন, তবে কেবল দুয়ার পায়ের ছবি দিয়েই সেই খবর জানান দিয়েছিলেন। অবশেষে এক বছর পর দীপাবলির দিনে কন্যা দুয়ার সম্পূর্ণ ছবি প্রকাশ করে তারা অনুরাগীদের বিশেষ উপহার দিলেন।