দেশের জনপ্রিয় রক ব্যান্ড ‘আভাস’ এর গায়ক ও কর্ণধার তানযীর তুহিন এবার হাজির হচ্ছেন ভিন্ন মেজাজে- ‘কোক স্টুডিও বাংলা’র নতুন গানে। ব্যান্ড সংগীতে দীর্ঘদিনের সফল পথচলার পর এবার কোক স্টুডিওর মঞ্চে নিজের নতুন ছাপ রাখতে প্রস্তুত তিনি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) কোক স্টুডিও বাংলার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে গানটির প্রথম ঝলক (টিজার)। সেখানে জানানো হয়, শুক্রবার (২৪ অক্টোবর) কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে নতুন এই গান।
১৪ সেকেন্ডের ভিডিও ক্লিপে দেখা যায়, তুহিন চেয়ারে বসে শিঙারা খাচ্ছেন, সামনে টিস্যুর গুচ্ছ, আর পরনে পাঞ্জাবি। টিজারের ক্যাপশনে কোক স্টুডিও বাংলা লিখেছে, ‘নস্টালজিয়ার পাতা উল্টিয়ে আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান।’
তুহিনের অভিনব স্টাইল, মঞ্চে উপস্থিতি ও সুরের বৈচিত্র্য নিয়ে ভক্তদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমে গানটির টিজার প্রকাশের পর থেকেই ভক্তরা কৌতূহলী হয়ে উঠেছেন কেমন শোনাবে তুহিনের কণ্ঠে কোক স্টুডিওর নতুন পরিবেশনা।