অভিনেতা সচিন চাঁদওয়াদের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিনোদন জগতে আবারও নেমে এসেছে শোকের ছায়া। আত্মহত্যা করেছেন মারাঠি অভিনেতা সচিন চাঁদওয়াদ। গত ২৪ অক্টোবর দিবাগত রাত প্রায় ১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। পুনের নিজ ফ্ল্যাট থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৪ অক্টোবর পরিবারের সদস্যরা তাকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে নিথর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পুনের অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষ রক্ষা হয়নি।

সচিন নেটফ্লিক্সের জনপ্রিয় ক্রাইম সিরিজ ‘জামতারা ২’-এ অভিনয় করে দর্শক মহলে প্রশংসা কুড়িয়েছিলেন। মুক্তির অপেক্ষায় ছিল তার আসন্ন ছবি ‘অসুরবান’। নিজের ছবি মুক্তি পাওয়ার আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন। সচিনের মৃত্যুর খবরে তার অনুরাগীরা ভাষা হারিয়েছেন।

পুনের পারোলা থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তার আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। সচিনের পরিবার এবং ‘অসুরবান’ ছবির নির্মাতারা এখনও তার মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেননি।