বলিউড বাদশাহর জন্মদিন আজ

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান আজ ৬০ বছরে পা রেখেছেন। ১৯৬৫ সালের আজকের দিনে (২ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

বিশ্বজুড়ে কোটি ভক্তের প্রিয় এই অভিনেতা নিজের ৬০তম জন্মদিন উদযাপন করছেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলিবাগের ব্যক্তিগত বাসভবনে।

Shah Rukh Khan

জানা গেছে, ১ নভেম্বর থেকেই অতিথিরা আলিবাগে পৌঁছেছেন এবং জন্মদিনের উৎসব শুরু হয়েছে। এবার আর মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়ি ‘মান্নত’ এ কোনো জমকালো আয়োজন নেই, কারণ বাড়িটি বর্তমানে সংস্কারাধীন।

এদিনের উদযাপনকে আরও বিশেষ করে তুলেছে শাহরুখের পরবর্তী চলচ্চিত্র ‘কিং’ এর ঘোষণা। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, আর এতে শাহরুখের কন্যা সুহানা খানও অভিনয় করছেন। এই প্রথমবার একসঙ্গে পর্দায় দেখা যাবে বাবা-মেয়েকে।

Shah Rukh Khan2

‘কিং’ ছবির মধ্য দিয়ে শাহরুখ দুই বছরের বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডাঙ্কি’ এর মতো ব্লকবাস্টার হিট উপহার দিয়ে বলিউডে নিজের রাজত্ব আরও মজবুত করেছিলেন তিনি।

দিল্লি থেকে স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে আসা তরুণ শাহরুখ খান আজ বলিউডের সবচেয়ে প্রভাবশালী ও সফল অভিনেতাদের একজন। ব্যাগে ছিল সামান্য কাপড়, দুচোখ ভরা স্বপ্ন আর মায়ের একটি ছবি এই সাদামাটা সূচনা থেকেই তিনি গড়ে তুলেছেন কোটি টাকার সাম্রাজ্য ও এক অনন্য জনপ্রিয়তা।

Shah Rukh Khan7

এ বছর শাহরুখের জন্য বিশেষ একটি বছর। বড় ছেলে আরিয়ান খান পরিচালনায় পা রেখেছেন, আর মেয়ের সঙ্গে ‘কিং’ ছবিতে তার টিজার প্রকাশের অপেক্ষায় আছেন ভক্তরা।

চলচ্চিত্রে শাহরুখের অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু হয়েছে ‘এসআরকে চলচ্চিত্র উৎসব’। ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া এই দুই সপ্তাহব্যাপী উৎসবে ভারতের ৩০টিরও বেশি শহর এবং আন্তর্জাতিকভাবে ৭৫টিরও বেশি সিনেমা হলে তার আইকনিক ছবিগুলো প্রদর্শিত হচ্ছে।

Shah Rukh Khan4

ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা ইনস্টাগ্রামে শাহরুখের কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘The one and only @iamsrk -জন্মদিনের শুভেচ্ছা সেই মানুষটিকে, যিনি ৯০-এর দশক থেকে আজ পর্যন্ত একই রকম অনুপ্রেরণাদায়ী, স্টাইলিশ এবং সেরা।’

কোরিওগ্রাফার ও নির্মাতা ফারাহ খান লিখেছেন, ‘শুভ জন্মদিন রাজা, আরও ১০০ বছর রাজত্ব করো।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের অনেক শুভেচ্ছা! তুমি তোমার অসাধারণ প্রতিভা ও কারিশমা দিয়ে ভারতীয় সিনেমাকে সমৃদ্ধ করো।’

Shah Rukh Khan3

শাহরুখ খান আজ বিকেলে মুম্বাইয়ের বান্দ্রার বালগন্ধর্ব রঙ্গমঞ্চে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার ফ্যান ক্লাবগুলোর মাধ্যমে সীমিত পাস বিতরণ করা হয়েছে, যাতে হাজারো ভক্ত কাছ থেকে প্রিয় তারকাকে শুভেচ্ছা জানাতে পারেন।