পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ

বলিউডের জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল বাবা-মা হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) ক্যাটরিনা তাদের পুত্রসন্তানকে জন্ম দেন। এই সুখবর নিজেদের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা।

ক্যাটরিনা ও ভিকি তাঁদের অফিশিয়াল ইনস্টাগ্রাম থেকে এক যৌথ বিবৃতিতে লিখেছেন, ‘আমাদের জীবনে আনন্দের উপলক্ষ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।’

Katrina-Vicky4

এদিকে ক্যাটরিনা-ভিকির সুখবরে আনন্দে ভাসছে বলিউড। নতুন অতিথির আগমনে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। বলিউড অভিনেত্রী কারিনা কাপুর মন্তব্যের ঘরে লিখেছেন, ‘ছেলের মা ক্লাবে তোমাকে স্বাগতম। ভিকি ও তোমার জন্য অনেক শুভেচ্ছা’। অভিনেতা আয়ুষ্মান খুরানা লিখেছেন, ‘সেরা সংবাদ! অভিনন্দন’। 

Katrina-Vicky3

এছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন, অনিল কাপুর, সোনাম কাপুর, শিল্পা রাই, মাধুরী দীক্ষিত, প্রিয়াঙ্কা চোপড়া, বানি কাপুর। 

গত ২৩ ডিসেম্বর নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি প্রকাশ করেন ক্যাট। সেখানে উঁকি দিচ্ছিল স্ফীতোদর। ছুঁয়ে দেখছেন ভিকি কৌশল। নায়িকার মুখে তৃপ্তির হাসি। ক্যাপশনে লিখেছিলেন, ‘আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালোবাসায় ও কৃতজ্ঞতায় আমাদের হৃদয় পরিপূর্ণ।’

katrina viki 3

এর আগে এক সূত্র জানিয়েছিল, চলতি বছর-ই ক্যাটের কোলে আসবে নতুন অতিথি। আগামী অক্টোবর কিংবা নভেম্বরে সন্তান জন্ম দিতে পারেন নায়িকা। এ নিয়ে কিছু না বললেও মা হওয়ার খবরে সিলমোহর দিলেন অভিনেত্রী।