ধর্মেন্দ্রর মৃত্যু

সামাজিক মাধ্যমে হেমা মালিনীর আবেগঘন বার্তা

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর চারদিন পর অবশেষে নিরবতা ভাঙলেন তার দ্বিতীয় স্ত্রী, প্রখ্যাত অভিনেত্রী হেমা মালিনী। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা শেয়ার করেছেন তিনি।

Dharmendra and Hema Malini3

প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে একগুচ্ছ ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘ধর্মেন্দ্র ছিলেন আমার সবকিছু এক স্নেহময় স্বামী, আমাদের দুই মেয়ে ঈশা ও আহানার বাবা, বন্ধু, দার্শনিক, পথপ্রদর্শক এবং যেকোনো প্রয়োজনে আমার ভরসার মানুষ। ভালো-মন্দ সব পরিস্থিতিতেই তিনি সবসময় পাশে ছিলেন। তার বন্ধুত্বপূর্ণ আচরণ, সকলের প্রতি স্নেহ এবং আগ্রহের কারণে তিনি আমার পরিবারের প্রতিটি সদস্যের মন জয় করে নিয়েছিলেন।’

Dharmendra and Hema Malini4

তিনি আরও লেখেন, ‘এত জনপ্রিয়তা সত্ত্বেও তার বিনয়ী মনোভাব কিংবদন্তি অভিনেতাদের মধ্যে এক অন্যতম আইকন হিসেবে প্রতিষ্ঠা করেছে। চলচ্চিত্র শিল্পে তার অর্জন চিরকাল স্থায়ী হয়ে থাকবে।’

Dharmendra and Hema Malini

সবশেষে লিখেছেন, ‘ধর্মেন্দ্র চলে যাওয়ার কারণে আমার জীবনে যে শূন্যতা তৈরি হলো তা ভাষায় প্রকাশ করার মতো নয়। এই শূণ্যতা সারাজীবন থেকে যাবে। এতগুলো বছর একসাথে কাটানোর পর এখন কেবল বিশেষ মুহূর্তের স্মৃতি রয়ে গেল। এই স্মৃতি আকড়েই আমি বাকি জীবনটা বেঁচে থাকব।’

Dharmendra and Hema Malini2

১৯৮০ সালে ধর্মেন্দ্রর সঙ্গে গাঁটছড়া বাঁধেন হেমা মালিনী। চার দশকেরও বেশি সময় ধরে তাদের এই দাম্পত্য জীবনে একে-অপরের প্রতি ভালোবাসা ও গভীর বন্ধন অটুট ছিল। এই কিংবদন্তি জুটি একসঙ্গে ৪০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। তাদের অভিনীত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে 'শোলে', 'নসীব', 'আলিবাবা অউর ৪০ চোর', 'ছোট্ট সি বাত', এবং 'তুম হাসিন ম্যায় জওয়ান'।