গোপনে বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভারতের সংবাদমাধ্যমগুলোতে এমন খবরই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বলিউড পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে সোমবার (১ ডিসেম্বর) সকালে কোয়েম্বাটুরের লিঙ্গ ভৈরবী মন্দিরে হিন্দু রীতিনীতি মেনে তাদের বিবাহ সম্পন্ন হয়েছে।

তবে, বিয়ে নিয়ে বর-কনে কারো পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ছবি বা বক্তব্য না আসায়, এটিকে গোপন বিয়ে বলেও দাবি করছে কোনো কোনো গণমাধ্যম।

২০২১ সালে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মানসিকভাবে বিপর্যস্ত সামান্থা নতুন করে জীবন শুরুর পরিকল্পনা নিয়েছিলেন পরিচালক রাজ নিদিমরুর সঙ্গে। ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে তাদের সেই সম্পর্কের শুভ পরিণয় ঘটল। শোনা যায়, বিয়ের আগে এই তারকা জুটি লিভ ইনেও ছিলেন।

Samantha Ruth Prabhu2

জানা গেছে, কোনো আড়ম্বর ছাড়াই ছিমছাম আয়োজনে গাঁটছড়া বেঁধেছেন সামান্থা ও রাজ। অনুষ্ঠানে দুই পক্ষের মাত্র ৩০ জন ঘনিষ্ঠ অতিথি উপস্থিত ছিলেন। বিয়ের জন্য সামান্থা লাল শাড়ি এবং রাজ দক্ষিণ ভারতীয় সাবেকি পোশাকে সেজেছিলেন বলে খবর।

Samantha Ruth Prabhu

বিয়ের স্থান হিসেবে যে মন্দিরটি বেছে নেওয়া হয়েছে, সেটি ঈশা ফাউন্ডেশনের ভেতরে অবস্থিত। বিবাহবিচ্ছেদের পর থেকেই অভিনেত্রী সদ্‌গুরু প্রতিষ্ঠিত এই সংস্থায় যাতায়াত বাড়িয়েছিলেন, আর সেখানেই তিনি জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন।

Samantha and Raj

গত বছর ডিসেম্বরে নাগা চৈতন্য যখন অভিনেত্রী শোভিতা ধূলিপালাকে দ্বিতীয়বার বিয়ে করেন, এরপর থেকেই সামান্থা ও রাজ নিদিমরুর সম্পর্কের গুঞ্জন আরও তীব্র হতে শুরু করে। সামান্থা নিজেও রাজের সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে এনেছেন কখনও তিরুপতির মন্দিরে, কখনও বা বিমানে রাজের কাঁধে মাথা রাখার মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি।

Samantha and Raj3

অনেকের ধারণা, নাগার দ্বিতীয় বিয়ের পরই নিজের সম্পর্কে সিলমোহর দিতে দ্রুত পদক্ষেপ নেন সামান্থা। যদিও বিয়ে নিয়ে সামান্থা বা রাজের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।