এবার জলদস্যু প্রিয়াঙ্কা চোপড়া!

নিজ কর্মদক্ষতায় হলিউডে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এবার নতুন সিনেমার ঘোষণা দিলেন এই নায়িকা। ছবিতে হলিউড তারকাদের পাশাপাশি দেখা যাবে প্রিয়াঙ্কাকেও। তার চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এমন চরিত্রে তাকে আগে দেখা যায়নি। প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে দেখা যাবে কার্ল আরবানকে।

হলিউডে জলদস্যুদের নিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি। সেখানে প্রিয়াঙ্কাকে দেখা যাবে জলদস্যুর ভূমিকায়।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা সহজে কিন্তু এই জায়গা পাননি। একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ১০ বছর লেগেছিল তার হলিউডের সিনেমায় সুযোগ পেতে। যা মোটেই সহজ ছিল না তার জন্য। তাকে যদি এত পরিশ্রম করতে হয় তাহলে বাকিদের অবস্থা ঠিক কেমন?