বিশ্বে সবচেয়ে অন্যতম সেরা সুন্দরী হিসেবে হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডকে উল্লেখ্য করেছে ‘ফেসিয়াল ম্যাপিং টেকনিক’। বৈজ্ঞানিক পদ্ধতি ‘সায়েন্টিফিক ফেসিয়াল ম্যাপিং সফটওয়ার’-এর এক সমীক্ষায় এমন তথ্য উঠে এসেছে।
এই সমীক্ষায় বলা হয়েছে, এ ধরণের প্রতিবেদনের কাজ শুরু করার আগে আমাদের মধ্যে সকলেই এমন ধারণা পোষণ করেছি যে, সৌন্দর্য একটি বিমূর্ত অবয়য় এবং সবচেয়ে সৌন্দর্ষ্য মন্ডিত মানুষের প্রকৃত রূপের প্রতিফলনের বিকাশ ঘটানো কখনই সম্ভব নয়। তারপরও এটা বলা যেতে পারে, সুন্দরের অভিব্যক্তি সহজেই প্রকাশ করা মতো নয়।
অ্যাম্বারের চোখ,নাক, ঠোট,চিবুক চোয়াল এবং মুখের আকার ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণে অন্তর্ভুক্তও করেছিলেন ব্রিটিশ কসমেটিক সার্জন ড. জুলিয়ান ডি সিলভা।
অ্যাম্বার হার্ড সম্পর্কে মানুষ গত কয়েক বছর ধরে জানতে পারছে। সাবেক স্বামী জনি ডিপের বিরুদ্ধে আদালতে মামলা করার পর তিনি সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন। সূত্র: ডেইলি মেইল