চরিত্রের প্রয়োজনে কতদূর যেতে পারেন একজন অভিনেত্রী, তার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন হলিউড তারকা এমা স্টোন। নতুন কল্পবিজ্ঞানধর্মী চলচ্চিত্র ‘বোগোনিয়া’-তে অভিনয়ের জন্য পুরো মাথা ন্যাড়া করে চমকে দিয়েছেন দর্শকদের। ট্রেলার মুক্তির পরপরই ভাইরাল হয়েছে তার নতুন লুক।
গ্রিক পরিচালক ইয়োরগস লান্থিমোস পরিচালিত এই ছবির প্রিমিয়ার হয়েছে ৮২তম ভেনিস চলচ্চিত্র উৎসবে, যেখানে এটি পেয়েছে ৬ মিনিটের স্ট্যান্ডিং ওভেশন। ইউটিউবে প্রকাশিত ট্রেলারে এমার সাহসী ও অনন্য চেহারা রীতিমতো আলোচনার ঝড় তুলেছে।
ছবির গল্পে দেখা যাবে, দুই ব্যক্তি এক প্রভাবশালী নারী সিইওকে অপহরণ করে। তাদের বিশ্বাস, ওই নারী আসলে একজন এলিয়েন, যে পৃথিবী ধ্বংস করতে এসেছে। এই রহস্যময় নারীর চরিত্রেই অভিনয় করেছেন এমা স্টোন।
‘বোগোনিয়া’ হলো লান্থিমোসের সঙ্গে এমার চতুর্থ যৌথ প্রজেক্ট। এর আগে দুজন একসঙ্গে কাজ করেছেন ‘দ্য ফেভারিট’, ‘পুওর থিংস’, ও ‘কাইন্ডস অব কাইন্ডনেস’-এ। বিশেষ করে ‘পুওর থিংস’ ছবিতে অভিনয়ের জন্য এমা পেয়েছিলেন সেরা অভিনেত্রীর অস্কার।
চরিত্রে নিজের সম্পূর্ণতা ঢেলে দেওয়ার জন্য এমার এমন সাহসী সিদ্ধান্ত এবারও দর্শক-সমালোচকদের কাছে প্রশংসিত হচ্ছে। তার এই নতুন লুক ও অভিনয় ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে।