মহাকাশেই কি বিয়ে করবেন টম ক্রুজ-আনা

অনেক দিন ধরেই হলিউডে গুঞ্জন চলছে টম ক্রুজ ও অভিনেত্রী আনা দে আরমাসের সম্পর্ক নিয়ে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা গেলেও দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেননি। তবে ঘনিষ্ঠ মহল সূত্রে এবার প্রেমিকার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন টম ক্রুজ।

টম ক্রুজ ও তার প্রেমিকা আনা দে আরমাস

এখনও তারিখ কিংবা স্থান চূড়ান্ত না হলেও আলোচনায় এসেছে এক অভাবনীয় খবর মহাকাশে বিয়ে করতে পারেন এই তারকা। যদিও বাগদান সম্পন্ন হয়নি, তবুও টম-আনার ঘনিষ্ঠদের দাবি, বিশেষ মুহূর্তটিকে তারা করতে চান রোমাঞ্চকর, ঠিক যেমন টমের ‘মিশন ইমপসিবল’ সিরিজের স্টান্টগুলো।

সূত্র বলছে, টম ক্রুজ দীর্ঘদিন ধরেই মহাকাশ ভ্রমণ নিয়ে বেশ উৎসাহী। তাই বিয়ের আয়োজনও মহাকাশে করার বিষয়টি তাকে ভীষণ এক্সাইটেড করেছে। শুধু তাই নয়, স্পেসে গিয়ে বিয়ের পাশাপাশি স্কাই-ডাইভিংয়ের পরিকল্পনাও করছেন তিনি।

টম ক্রুজ ও তার প্রেমিকা আনা দে আরমাস

৬৩ বছর বয়সী টম ও ৩৭ বছর বয়সী আনার সম্পর্কের শুরু চলতি বছরের শুরুতে। গত জুলাইতে তাদের একসঙ্গে দেখা যায়। ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন কবে আনুষ্ঠানিকভাবে টম-আনার সম্পর্কে সিলমোহর পড়বে এবং সত্যিই কি মহাকাশেই বসবে তাদের বিয়ের আসর।