‘ব্যাচেলর হানিমুনে’ বিজয়-রাশমিকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানার প্রেম নিয়ে গুঞ্জন দীর্ঘদিনের। তবে এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিতে যাচ্ছে বলে খবর চাউর হয়েছে সিনেপাড়ায়। শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে রাজস্থানের এক রাজপ্রাসাদে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি। 

আর সেই রাজকীয় বিয়ের আগে এবার ‘ব্যাচেলর হানিমুনে’ বিদেশে পাড়ি জমালেন তারা। বলিউড ও দক্ষিণী সংবাদমাধ্যমগুলোর দাবি, বুধবার গভীর রাতে হায়দ্রাবাদ বিমানবন্দর থেকে অজানার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন বিজয় ও রাশমিকা। পাপারাজ্জিদের নজর এড়াতে বেশ সতর্ক ছিলেন তারা। 

দুজনের পরনেই ছিল ধূসর রঙের হুডি এবং মুখে কালো মাস্ক। একেবারে সাদামাটা বেশে বিমানবন্দরে পৌঁছালেও শেষ রক্ষা হয়নি। ক্যামেরা এড়িয়ে তারা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলেও সামাজিক যোগাযোগমা ধ্যমের কল্যাণে মুহূর্তেই সেই দৃশ্য ভাইরাল হয়ে যায়।

পরবর্তীতে বিজয় নিজেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে জল্পনা আরও উসকে দেন। ছবিতে দেখা যায়, দীর্ঘ সফরের ক্লান্তি শেষে বিমানবন্দরে বিশ্রাম নিচ্ছেন তিনি। আর তার হাতে একটি পোলারয়েড ছবি, যা রাশমিকা তুলেছেন বলে ধারণা করা হচ্ছে। ছবির ক্যাপশনে বিজয় লিখেছেন, ‘কয়েক মাসের হাড়ভাঙা খাটুনির পর এবার ছুটির সময়।’

যদিও রাশমিকা নিজের প্রোফাইল থেকে এখনো কোনো ছবি শেয়ার করেননি, তবে ভক্তদের বুঝতে বাকি নেই যে এই যুগল বছরের শেষটা একসঙ্গে কাটানোর পরিকল্পনা করেছেন। ভক্তরা এই ভ্রমণকে ‘বিয়ের আগে শেষ ব্যাচেলর হানিমুন’ হিসেবেই দেখছেন।