প্রতিটি মানুষের মধ্যে ‘শিল্পবোধ’ জরুরি: মোশাররফ করিম

নাটক, সিনেমা বা সংগীত কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং এগুলো মানুষের আবেগ, মনন ও জীবনবোধের প্রতিফলন। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম মনে করেন, প্রতিটি মানুষের মধ্যে ‘শিল্পবোধ’ থাকা অত্যন্ত জরুরি। সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি শিল্প ও সংস্কৃতির গুরুত্ব নিয়ে নিজের এমন গভীর দর্শনের কথা জানান।

মোশাররফ করিম বলেন, ‘সবাইকে পেশাদার শিল্পী হতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু প্রত্যেকের মাঝে শিল্পবোধ থাকাটা প্রয়োজন।’

তিনি উদাহরণ টেনে বলেন, মানুষের মধ্যে যদি ন্যূনতম সুন্দরের বোধ বা শিল্পবোধ থাকত, তবে বুড়িগঙ্গার পানি আজ এত দূষিত হতো না। কারণ, যার হৃদয়ে সৌন্দর্যের প্রতি মমতা আছে, সে কখনোই ময়লা ফেলে পরিবেশ নষ্ট করতে পারত না।

শিল্প-সংস্কৃতি কীভাবে মানুষের ব্যক্তিত্ব গঠনে ভূমিকা রাখে, সে প্রসঙ্গে এই অভিনেতা বলেন, ‘অভিনয় করতে গিয়ে আমি প্রতিদিন শিখেছি যে একজন মানুষকে সৎ হতে হয়। এই চর্চার মধ্য দিয়েই আমাদের ব্যক্তিত্ব তৈরি হয়।’

তিনি আরও যোগ করেন, পৃথিবীতে এমন কোনো উদাহরণ খুঁজে পাওয়া যাবে না যেখানে একজন প্রকৃত শিল্পী কোনো ধ্বংসাত্মক কাজে লিপ্ত হয়েছেন বা সন্ত্রাসী হয়েছেন।

পরিশেষে মোশাররফ করিম আশাবাদ ব্যক্ত করেন যে, সমাজের প্রতিটি স্তরের মানুষের মাঝে যদি এই শিল্পবোধ জাগ্রত হয়, তবে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গঠন সম্ভব।