বাংলা সিনেমার সোনালী যুগের জনপ্রিয় অভিনেতা ইলিয়াস জাভেদকে এফডিসিতে প্রথম জানাজা শেষে জাভেদকে উত্তরার ১২ নম্বর সেক্টরে দ্বিতীয় জানাজা শেষে বাদ মাগরিব দাফন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতার দীর্ঘদিনের সহকর্মী ও পরিবারের সদস্যরা।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে এফডিসি প্রাঙ্গণে এসেছিলেন ইলিয়াস জাভেদের সহশিল্পীরা। ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান শিল্পী-সহকর্মী ও বিভিন্ন সংগঠনের সদস্যরা। সেখানেই বাদ আসর জাভেদের জানাজা অনুষ্ঠিত হয়।
নায়ক জাভেদকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন অভিনেতা উজ্জ্বল, আলমগীর, রুবেল, ওমর সানি, মিশা সওদাগর, ড্যানি সিডাক, নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, অভিনেত্রী দিলারা ইয়াসমিন, রুমানা ইসলাম মুক্তি, নৃত্য পরিচালক আজিজ রেজা, ইউসুফ খানসহ অনেকেই।
আজ (২১ জানুয়ারি) বুধবার বেলা ১১টা ১৫ মিনিটে উত্তরায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন অভিনেতা ইলিয়াস জাভেদ। তার বয়স হয়েছিল ৮২ বছর। সত্তর-আশির দশকে দাপটের সঙ্গে বাংলা সিনেমায় অভিনয় করেন এই শিল্পী।
১৯৬০ সালে মুক্তি পাওয়া উর্দু ছবি ‘নয়া জিন্দেগি’ দিয়ে অভিষেক হয় নায়ক ইলিয়াস জাভেদের। এরপর প্রায় ২ শতাধিক সিনেমায় অভিনয় করেন তিনি। নব্বই দশক পর্যন্ত বাংলা সিনেমায় তিনি ছিলেন নিয়মিত।
জাভেদের প্রকৃত নাম রাজা মোহাম্মদ ইলিয়াস। নৃত্য পরিচালনার মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু। পরে শুরু করেন অভিনয়। ‘নিশান’ তার অন্যতম জনপ্রিয় সিনেমা।
তার অভিনীত আলোচিত ছবির তালিকায় রয়েছে ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদী’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’ ইত্যাদি।