নিজস্ব প্রতিবেদক: সুফি গান সংক্রান্ত উপন্যাস লিখেছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ। এতে আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জিতে নিয়েছেন এই লেখক। ৪৬ বছর বয়সী লেখক লিঞ্চ প্রথমবারের মতো সম্মানজনক কোনো পুরস্কার পেলেন।
সিরিয়া যুদ্ধ এবং শরণার্থী সঙ্কটে অনুপ্রাণিত হয়ে তার লেখা ‘প্রফেট সং’ উপন্যাসে উঠে এসেছে আয়ারল্যান্ডের ডাবলিনের একটি পরিবারের গল্প। দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক নিয়মরীতির মধ্যে পরিবারটি বেড়ে উঠেছে। হারিয়ে যেতে বসা সেই ব্যবস্থায় মানিয়ে নিতে পরিবারটির কঠিন লড়াইয়ের কথা উঠে এসেছে লেককের লেখায়।
সুফি গানের জন্য এবারই প্রথম বুকার পুরস্কার প্রবর্তন করা হয়েছে। আর প্রথমবারেই এই পুরস্কার জিতে ইতিহাসে নিজের নাম তুলে নিলেন পল লিঞ্চ। এই পুরস্কারের জন্য তিনি পাবেন ৫০ হাজার পাউন্ড।
পল লিঞ্চ বলেন, সিরিয়ার যুদ্ধ ও শরণার্থী সঙ্কট থেকে অনুপ্রাণিত হয়ে এই সুফি গান লিখেছেন তিনি।
বুকার জয়ী পল লিঞ্চ আয়ারল্যান্ডের লিমেরিকে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে ডাবলিনে বসবাস করেন। সূত্র: বিবিসি।