বিনোদন প্রতিবেদক: বলিউডের অন্যতম শীর্ষ অভিনেত্রী শর্মিলা ঠাকুর ঢাকায় আসছেন। আসন্ন ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি যোগ দেবেন।
২০২৪ সালের ২০ জানুয়ারি থেকে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে। চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগের জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন শর্মিলা। উৎসব চলাকালে ঢাকায় আসবেন তিনি।

তার সঙ্গে বিচারক থাকবেন আরও চারজন। তারা হলেন- রাশিয়ান প্রযোজক আনা সালাসিনা, চায়নিজ চলচ্চিত্র বিশেষজ্ঞ ও প্রযোজক শি চুয়ান, বাংলাদেশি নির্মাতা সামিয়া জামান এবং থাইল্যান্ডের নির্মাতা ও প্রযোজক টম ওয়ালার।
ঢাকা উৎসবের এশিয়ান কম্পিটিশন বিভাগে জায়গা পাওয়া সিনেমাগুলো থেকে সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী, চিত্রনাট্যকার ও চিত্র গ্রাহক নির্বাচন করবেন বিচারকরা।
