অনুপমের প্রাক্তনকে বিয়ে করছেন পরমব্রত

বিনোদন ডেস্ক: সংগীতশিল্পী অনুপম রায়ের সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। সোমবার (২৭ নভেম্বর) সাত পাকে বাঁধা পড়বেন তারা। 

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী একজন সমাজকর্মী ও মানসিক স্বাস্থ্যকর্মী। আবার গায়িকাও। যদিও অনুপম রায়ের স্ত্রী হিসেবেই ভক্তমহলে পরিচিতি লাভ করেছিলেন। তবে ২০২১ সালে অনুপমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর থেকেই সেই পরিচিতি বদলে যায়। 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। টলিউডের পাশাপাশি কাজ করছেন বলিউডেও। পরমব্রতর ব্যক্তিগত জীবনে বরাবরই আগ্রহ দর্শকদের, ক্যারিয়ারের শুরু থেকেই একাধিক নারীর সঙ্গে নাম জড়িয়েছে তার। সূত্র: হিন্দুস্তান টাইমস, আউটলুক ইন্ডিয়া