ভিন্ন রুপে পর্দায় আসছেন মোশাররফ করিম

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। অসংখ্য হিট নাটক-ওয়েব সিরিজ উপহার দিয়েছেন ভক্ত-দর্শকদের। গল্পের ভিন্নতায় ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় নিজেকে উপস্থাপন করায় তার তুলনা তিনি নিজেই। তেমনি এবার নতুন রূপে পর্দায় আসছেন অভিনেতা মোশাররফ করিম।

মোশারফ করিম

নির্মাতা দোদুলের পরিচালনায় আট পর্বে নির্মিত ওয়েব সিরিজ ‘মোবারকনামা’ আসছে। সম্প্রতি সিরিজটির শুটিং শেষ হয়েছে। বর্তমানে কলকাতায় এর সম্পাদনার কাজ চলছে। আর এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন মোশাররফ করিম। সেখানে তাকে মোবারক নামের একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে।

মূলত পেশাগত জীবনে একজন সফল ও সৎ আইনজীবীর জীবন নিয়ে সাজানো হয়েছে ‘মোবারকনামা’র গল্প। যিনি ব্যক্তিগত সমস্যাকে উপেক্ষা করে আইনি পেশায় সবসময় নিজের সততা ও শক্তির জানান দিয়েছেন, হার মানেননি। কিন্তু একটি ভুল সিদ্ধান্তে মোবারক আইন পেশা থেকে নিজেকে সরিয়ে নিয়ে স্বেচ্ছায় অবসরে চলে যান। তারপর হঠাৎ চাঞ্চল্যকর একটি মামলা বদলে দেয় তার সিদ্ধান্ত।

মোশারফ করিম

সিরিজ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, অভিনয়ের জায়গা থেকে দারুণ চরিত্র। গল্পে দেখা যায়, একটা লোক জেতার পর বোঝে লোকটা হেরে গেছে। তার পর থেকে নিজেই নিজের সঙ্গে লড়াইয়ের পাশাপাশি সেখান থেকে বেরিয়ে আসার প্রাণান্ত চেষ্টা করেন তিনি। সেখান থেকে আবার চূড়ান্তভাবে জিতে যাওয়ার গল্প। বেশ অন্য রকম লেগেছে।

ওটিটি প্ল্যাটফর্মে আগামী ২১ ডিসেম্বর থেকে ‘মোবারকনামা’ সিরিজটির প্রচারণা শুরু হতে পারে বলে জানান নির্মাতা দোদুল। এতে মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করেছেন শবনম ফারিয়া, শাহনাজ সুমি প্রমুখ।