নেটফ্লিক্সের (Netflix) বহুল প্রতীক্ষিত সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস ৫’ এর প্রথম পর্ব অবশেষে মুক্তি পেয়েছে। ডাফার ব্রাদার্স পরিচালিত সিরিজটির চূড়ান্ত সিজনের প্রথম ভলিউম বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয়।
তবে বিপুল দর্শকসংখ্যার চাপ সামলাতে না পারায় মুক্তির কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটি ক্র্যাশ করে। সিরিজটির ফাইনাল সিজনের প্রথম পর্বটি একসঙ্গে দেখার জন্য যে বিপুল ভিড় হবে, তা নেটফ্লিক্স কর্তৃপক্ষ আগে থেকে অনুমান করতে পারেনি।
ফলস্বরূপ, মাত্র কয়েক মিনিটের মধ্যেই সার্ভার পুরোপুরি অচল হয়ে যায় এবং কোটি কোটি দর্শক তাদের প্রিয় পর্বটি দেখতে ব্যর্থ হন। নেটফ্লিক্স কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করার চেষ্টা করছে বলে জানা গেছে।
‘স্ট্রেঞ্জার থিংস’ নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে একটি। ১৯৮০-এর দশকের পটভূমিতে নির্মিত এই সায়েন্স ফিকশন হরর ড্রামা সিরিজটি নস্টালজিয়া, রহস্য এবং কিশোর সাহসিকতার এক অনন্য মিশ্রণ হিসেবে দর্শকপ্রিয়তা অর্জন করেছে। সিরিজটির চূড়ান্ত সিজনের প্রথম পর্ব প্রকাশের সঙ্গে সঙ্গে এই উন্মাদনা এবং দর্শক ভিড়ের প্রমাণ হিসেবে সার্ভারের ক্র্যাশ ঘটেছে।
‘সংখ্যা’ লিখে তারকাদের অভিনব আন্দোলন