বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন। একই ছাদের নিচে ১৬ বছর ধরে আছেন। এই পথচলায় ঐশ্বরিয়া-অভিষেককে ঘিরে একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন উঠেছে। প্রতিবারই সেসব গুঞ্জনকে মিথ্যা প্রমাণ করে একসঙ্গে হয়েছেন তারা।
তবে গত কয়েক মাস ধরে আবারও শোনা যাচ্ছে, ফাটল ধরেছে অভিষেক-ঐশ্বরিয়ার সম্পর্কে। তবে মেয়ে আরাধ্যার কারণে এখনও সম্পর্কে আছেন তারা। এমনটাই জানালেন বচ্চন পরিবারের ঘনিষ্ঠ এক পারিবারিক বন্ধু।
বচ্চন পরিবারের কথা প্রায় কারোরই আর অজানা নয়। অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ নিয়ে নানা জল্পনাই শুনতে পাওয়া যায় সোশ্যাল মিডিয়াতে। বিবাহের সম্পর্কে মধুর বন্ধন না থাকলেও মেয়ে আরাধ্যার জন্য এখনও সম্পর্ক বাঁচিয়ে রেখেছেন তারকা দম্পতি। বাবা-মার সম্পর্কের বিচ্ছেদ অনেক ক্ষেত্রেই সন্তানের ওপর প্রভাব ফেলে। সেই কথা ভেবেই সম্পর্ক টিকিয়ে রেখেছিলেন তারা।
অভিনেত্রীর শাশুড়ির সঙ্গে তার সম্পর্ক যে সুমধুর নয় তা সবাই জানেন। বেশ কয়েক বছর ধরে তাদের কথা বন্ধ বলেই জানা যায়। তবে সম্প্রতি বচ্চন পরিবারের পারিবারিক বাড়িও ছেড়েছেন অভিনেত্রী। সেই নিয়েই শুরু হয় পানিঘোলা।
ঐশ্বরিয়া মা-এর সঙ্গেই থাকছেন তার বাপের বাড়িতে। সেখানেই তার মেয়েও তাদের সঙ্গে আছে। তবে মাঝে মধ্যে বচ্চন পরিবারের পৈতৃক বাড়ি ‘জলসা’-তেও থাকেন তারা। তবে স্বামী এবং শ্বশুর-শাশুড়ির সঙ্গে অভিনেত্রী সময় কাটান না।
উল্লেখ্য, ২০০৭ সালে বিয়ে করেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়ার রাই বচ্চন ও অভিনেতা অভিষেক বচ্চন। ২০১১ সালে এই দম্পতির ঘর আলো করে আসে মেয়ে আরাধ্যা বচ্চন। সূত্র: টাইমস নাউ, গালফ নিউজ।