গাঁটছড়া বাঁধলেন বলিউড অভিনেতা আরবাজ খান ও মেকআপ আর্টিস্ট শুরা খান। রোববার (২৪ ডিসেম্বর) রাতে গাঁটছড়া বেঁধেছেন তারা।
বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছিল এই বিয়ের আসর। ইসলামি রীতিনীতি মেনেই হয়েছে বিয়ে। যেখানে উপস্থিত ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।
রোববার মধ্যরাতে আরবাজ খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের ছবি প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, প্রিয়জনদের উপস্থিতিতে, ভালোবাসার একটি যাত্রা একসঙ্গে শুরু করেছি। আমাদের বিশেষ দিনে আপনাদের দোয়া এবং শুভকামনা প্রয়োজন।
বাবার বিয়েতে হাজির ছিলেন আরবাজ-মালাইকাপুত্র আরহান খান। কালো টি-শার্ট আর ফরম্যাল প্যান্টেই অনুষ্ঠানে এসেছিলেন ২১ বছর বয়সী আরহান। আরও ছিলেন আরবাজের বাবা-মা সেলিম খান ও সালমা খান, ভাই সোহেল খান, সালমান খান, ঋদ্ধিমা পণ্ডিত, ইউলিয়া ভান্তুর, সোহা আলি খান-সহ পরিবারের ঘনিষ্ঠরা।
উল্লেখ্য, ১৯৯৮ সালে অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরবাজ খান। ২০০২ সালে জন্ম নেয় পুত্র আরহান। ২০১৭ সালে প্রায় ১৯ বছরের দাম্পত্য জীবন কাটানো এই জুটির বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের ৬ বছর পর ফের বিয়ে করলেন তিনি। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে।