সিনেমার প্রচারে জাপানে গিয়েছিলেন দক্ষিণের তারকা এনটিআর জুনিয়র। সেখানে নতুন বছরটাও কাটাতে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হন এই তারকা।
সোমবার (১ জানুয়ারি) জাপানের পশ্চিম উপকূলে ভয়াবহ ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৫। অন্তত ৩০ সেকেন্ড কম্পন অনুভূত হয়েছে। তারপরেই দেশটির উত্তর-পশ্চিম উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়।
এ প্রসঙ্গে জুনিয়র এনটিআর লেখেন, ‘জাপান থেকে নিরাপদে দেশে ফিরে এসেছি। গত এক সপ্তাহ পুরোটাই জাপানে ছিলাম। যে ভয়াবহ ভূমিকম্পের মুখে পড়লাম তাতে সত্যিই আমি ভয় পেয়েছিলাম।’
তিনি আরও লেখেন, ‘সুনামি এবং ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকল জাপানবাসীর জন্য আমার সহানুভূতি রইল। খুব তাড়াতাড়ি পরিস্থিতির মোকাবিলা হোক এটাই আশা রাখব।’ সূত্র: এনডিটিভি।