জোয়া আখতারের পরিচালিত ছবি 'দ্য আর্চিজ' দিয়ে বলিউডে পা রাখেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা। সম্প্রতি তার এক সাক্ষাৎকার থেকে জানা গেছে, দাদু অমিতাভ বচ্চন যে কতটা জনপ্রিয় সে সম্পর্কে কোনও ধারণাই তাঁর ছিল না। বরং তার কাছে হিরো ছিলেন মামা অভিষেক বচ্চন। অগস্ত্য জানান, অমিতাভের জনপ্রিয়তা সেদিন বুঝতে পেরেছিলেন যেদিন দাদু তার দিল্লির স্কুলে গিয়েছিলেন।
অগস্ত্যর কথায়, আমাদের পরিবারের কেউই বাড়িতে কাজ নিয়ে আসে না। যেমন আমার দাদা কখনো বাড়িতে কাজ নিয়ে কথা বলেননি। তাই আমি কখনও কিছু বুঝতে পারিনি। ভেবেছিলাম আর পাঁচজনের মতো আমার দাদুও বুঝি সাধারণ। দাদুর জনপ্রিয়তা বুঝতে পেরেছিলাম সেদিন যেদিন তিনি দিল্লিতে আমার স্কুলের বার্ষিক অনুষ্ঠানে আসেন। দেখতাম সবাই দাদুকে দেখে পাগল হয়ে যাচ্ছে। আমি তো প্রথমদিকে এটাও বুঝতে পারতাম না কেন সবাই এমন করছে। এরপর আমি যখন ধীরে ধীরে সিনেমা দেখতে শুরু করি, তখন ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়।
তবে মামা অভিষেক সম্পর্কে অগস্ত্য বলেন, বেড়ে ওঠার সময় তার মামাই ছিল তার কাছে হিরো। আমরা ধুম, হাউজফুল, গুরুর মতো সিনেমা দেখে বড় হয়েছি। অমিতাভের ভক্ত সংখ্যা যাই হোক না কেন, তাঁর কাছে প্রিয় নায়ক এখনও তার মামা অভিষেকই।
অভিষেকের সম্পর্কে একটি মজার কথা শেয়ার করে অগস্ত্য বলেন, মামা জ্ঞান দিতে ভালোবাসেন। তা সে যে কোনও বিষয় হোক না কেন। এটা অনেক সাহায্যও করে। আমি শুনি এবং আমার যতটুকু দরকার নিজের জীবনে প্রয়োগ করি।
গত মাসে 'দ্য আর্চিস' মুক্তির পর ভক্ত ও অনুগামীদের সঙ্গে রোববারের ডেটে অগস্ত্যকে নিয়েছিলেন অমিতাভ। প্রতি রোববার তার জুহুর বাসভবন জলসার বাইরে ভিড় জমান অনুরাগীরা। সেই ছবি ভাগও করে নিয়েছিলেন অমিতাভ নিজের ব্লগে।