প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন শর্মিলা ঠাকুর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দেখা করেন তিনি।

Prime Minister Sheikh Hasina-Sharmila Thakur

এ সময় অন্যদের মধ্যে টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী, মমতা শংকরসহ চলচ্চিত্র উৎসবের আয়োজক আহমেদ মুজতবা জামাল উপস্থিত ছিলেন।

২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান কম্পিটিশন বিভাগে জুরি (বিচারক) হিসেবে দায়িত্ব পালন করতে ঢাকায় অবস্থান করছেন শর্মিলা ঠাকুর।