দাদিকে চ্যাম্পিয়ন বললেন সারা!

আপডেট : ২৫ জুন ২০২৪, ০৯:৪৮ এএম

বালউডের দর্শকপ্রিয় অভিনেত্রী সারা আলী খান। অল্প সময়ের মধ্যে পর্দায় নিজের অবস্থান পাকাপোক্ত করে ইতোমধ্যে নিজের জাত চিনিয়েছেন সুন্দরী এই অভিনেত্রী। সারা আলী খান মনে করেন তার জীবনে বিশেষ কিছু তার দাদি শর্মিলা ঠাকুর।

তার অভিনেত্রী হয়ে ওঠার পেছনে দাদির অবদান আছে জানিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাদি শর্মিলা ঠাকুরের সঙ্গে তার রসায়ন নিয়ে কথা বলেছেন অভিনেত্রী সারা।

সারা তার সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর প্রসঙ্গে বলেন, ‘২০২০ সালটা আমার জন্য মোটেও ভালো ছিল না। তিনি সেই সময় আমার পাশে ছিলেন। তিনি আমার মা ও ভাইয়ের পাশে ছিলেন যেমন আমার বাবার পাশে ছিলেন একইভাবে। তিনি আমাদের সবার হয়ে কথা বলেন’।

দাদিকে অত্যন্ত আধুনিকমনস্ক উল্লেখ করে অভিনেত্রী আরও বলেন, `তিনি আমাকে আমাদের পারিবারিক ঐতিহ্য, শিকড়ের সঙ্গে যুক্ত করেছেন। সব সময় নতুন কিছুকে উনি খোলামনে স্বাগত জানান। ছবি, সামাজিক জীবনসহ ছেলেদের ব্যাপারে উনি আমাকে সব সময় পরামর্শ দেন। তিনি হলেন চ্যাম্পিয়ন।’

নেটফ্লিক্সের ‘মার্ডার মুবারক’ ছবিতে অভিনয়ের পর সারা আলী খানকে আর নতুন কোন চরিত্রে দেখা যায়নি।

SN/FI
আরও পড়ুন