চলে গেলেন কণ্ঠশিল্পী হাসিনা মমতাজ। ৭৯ বছর বয়সে রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন হাসিনা মমতাজ। সংগীতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।
তার স্বামী রফিকুল ইসলাম খান ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা।
পরিবার সূত্রে জানা গেছে, সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর মরহুমার জানাজা ধানমণ্ডি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।