ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

এ আর রহমান হাসপাতালে

আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৩:২৫ পিএম

বুকে ব্যথা অনুভব করায় ভারতের অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৬ মার্চ) সকাল ৭টার দিকে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর ইসিজি, ইকোকার্ডিওগ্রামসহ বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে।    

হাসপাতালের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ডাক্তারদের বিশেষজ্ঞ একটি দল এ আর রহমানকে দেখেছেন। তার এনজিওগ্রাম করা হতে পারে।

সম্প্রতি, রহমানের সাবেক স্ত্রী সায়রাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও তাদের বিচ্ছেদ হয়ে গেছে তবুও খারাপ সময়ে সাবেক স্ত্রীর পাশে ছিলেন রহমান। বিচ্ছেদের সময় একসঙ্গে ৩০ বছর পার করতে না পারার ব্যাপারেও দুঃখ প্রকাশ করেছিলেন এ আর রহমান। 

JA
আরও পড়ুন