টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী মাত্র তিন সপ্তাহের মাথায় ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। যা জানেন না বলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন তিনি তা তিন সপ্তাহের মাথায় জেনে গেলেন! মিমির এমন ঘুরে যাওয়া নিয়ে টালিউডসহ পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠে আলোচনা চলছে।
ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের শেষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে যাদবপুরের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন অভিনেত্রী মিমি। তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, আগামী লোকসভা নির্বাচনে আর প্রার্থীও হতে চান না। কেন এমন সিদ্ধান্ত? জবাবে মিমি বলেছিলেন, রাজনীতি আমার জন্য নয়। রাজনীতি আমি বুঝি না।
অভিনেত্রীর মন্তব্যে লোকসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল। এদিকে চলতি সপ্তাহে বিধানসভায় গিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আবার দেখাও করেছেন মিমি। তৃণমূল সূত্রের খবর, আবার তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিমি চক্রবর্তী। কিন্তু কোন আসন থেকে তাকে প্রার্থী করা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সূত্রের দাবি, হুগলি বা জেলার কোনো কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে অভিনেত্রীকে। কিন্তু সেই কেন্দ্র কোনওভাবেই যাদবপুর নয়।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে জিতে যাদবপুরের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। পাঁচ বছর রাজনীতি ও অভিনয় দুটোই করেছেন। লোকসভায় প্রতিটি অধিবেশনে বক্তব্য দিয়েছেন। কিন্তু পাঁচ বছর থাকার পর কেন তিনি রাজনীতি বুঝেন না এবং রাজনীতি তার জন্য নয় বলে পদত্যাগ করেছিলেন? এই প্রশ্নের জবাব এখনই মিলছে না। আর মিমি নিজে থেকে কোনো কথাই বলছেন না।
তবে টালিউড ও পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ বলছে সহসাই মিমি মুখ খুলতে পারেন। মাত্র তিন সপ্তাহের মাথায় নিজের সিদ্ধান্ত থেকে ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ার ব্যাখ্যা হয়তো দিতে পারেন। একটি বিষয় পরিষ্কার মিমি নিজে থেকে কিছু না বললেও রাজনীতিতে তার ফেরাটা প্রশ্নবোধক চিহ্ন হয়েই থাকবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।