সবুজ রঙের চোখ, অসাধারণ ব্যক্তিত্ব আর দারুণ এক্সপ্রেশনে সবাইকে মাত করে দিয়েছেন ক্রিস্টিনা পিসকোভা। সারা বিশ্বের সুন্দরিদের টপকে এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন চেক প্রজাতন্ত্রের এই তরুণী। শনিবার রাতে মুম্বাইয়ে এক জমকালো অনুষ্ঠানে মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে নেন তিনি।
২৪ বছর বয়সী ক্রিস্টিনাকে ১১৫টি দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে। গত বছরের বিজয়ী পোল্যান্ডের ক্যারোলিনা বিয়েলাওস্কা তার উত্তরসূরি হিসেবে ক্রিস্টিনাকে মুকুট পরিয়ে দেন। মিস ওয়ার্ল্ড-২০২৪ প্রতিযোগিতার প্রথম রানার-আপ হয়েছেন লেবাননের ইয়াসমিনা জেইতুন।
এবারের প্রতিযোগিতা ছিল ৭১তম বছর। বিশ্বজুড়ে মহিলাদের ক্ষমতা ও প্রভাব নিয়ে প্রশ্নোত্তর পর্বে আলোচনা হয়। তারপরই বিশ্ববিখ্যাত এই সুন্দরী প্রতিযোগিতার বিজয়ীকে বেছে নেওয়া হয়। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি চেক প্রজাতন্ত্রের ট্রিনেচ শহরে জন্ম ক্রিস্টিনার, বেড়ে ওঠা রাজধানী প্রাগে।
মিস চেক প্রজাতন্ত্র হওয়ার আগে থেকেই ২৫ বছর বয়সী ক্রিস্টিনা প্রতিষ্ঠিত মডেল হিসেবে কাজ করেছেন বিশ্বের সেরা ফ্যাশন ব্র্যান্ডগুলোর সঙ্গে। প্রাগের চার্লস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়াশোনা করছেন এই সুন্দরী। এখন ম্যানেজমেন্ট স্টাডিজ নিয়েও পড়ছেন। তার উচ্চতা ক্রিস্টিনার উচ্চতা ৫ ফুট সাড়ে ১১ ইঞ্চি।
২০২২ সালে মিস ওয়ার্ল্ড চেক প্রজাতন্ত্র নির্বাচিত হন ক্রিস্টিনা। ফলে নিজেকে মিস ওয়ার্ল্ডের মুকুটের যোগ্য দাবিদার হিসেবে তৈরির জন্য তিনি প্রায় দুই বছর সময় পেয়েছেন। কেননা, ২০২৩ সালে শিডিউল জটিলতার কারণে অনুষ্ঠিত হয়নি এই আয়োজন। ক্রিস্টিনার হাত ধরে এবার দ্বিতীয়বারের মতো মিস ওয়ার্ল্ড খেতাব জেতার সম্মান অর্জন করল চেক প্রজাতন্ত্র। এর আগে ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের মুকুট পরেছিলেন তাঁর স্বদেশি তাতানা কুচারোভা।
এ দুই বছরে ক্রিস্টিনা বঞ্চিত শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেছেন। স্কুলটির স্থাপত্যকৌশল থেকে শুরু করে লেখাপড়ার পদ্ধতি- সবই গতানুগতিক ধারা থেকে ভিন্ন। যুক্ত হয়েছেন বিভিন্ন মানবাধিকার সংস্থার সঙ্গে। পেশাগত ব্যস্ততার পাশাপাশি স্কুলে শিশুদের পড়ানও এই সুন্দরী। ফলে তিনি ‘বিউটি উইথ পারপাস’ প্রজেক্টে এগিয়ে ছিলেন। প্রাণিবাদী হিসেবেও নামডাক আছে তাঁর। সবুজ চোখের কারণে শুরুতেই নজর কেড়েছিলেন ক্রিস্টিনা। ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ছাড়িয়ে গেছে ১ লাখ ৮৪ হাজার।
এ বছরের মিস ওয়ার্ল্ড-২০২৪ প্রতিযোগিতার আসর ভারতে হওয়া নিয়ে প্রথম থেকেই দারুণ উন্মাদনা ছিল। এর অন্যতম কারণ এদেশের সংস্কৃতি ও সর্বোপরি এই প্রতিযোগিতায় ভারতের সফল অংশগ্রহণ। এবারের প্রতিযোগিতায় ১২ জন বিচারকের প্যানেল ছিল। তার মধ্যে ছিলেন কৃতী শ্যানন, পূজা হেগড়ের মতো নামী বলিউড অভিনেত্রীরা। এছাড়া ছিলেন মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সিইও জুলিয়া এলভিন মর্লি, অমৃতা ফড়নবীশ, সাজিদ নাদিয়াদওয়ালা, হরভজন সিং, রজন শর্মা, জামিল সইদ, বিনিত জৈন। এছাড়া ছিলেন ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার।
মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে এই মিস ওয়ার্ল্ড ২০২৪ প্রতিযোগিতার অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড মেগান ইয়ং, বলিউড প্রযোজক-পরিচালক করণ জোহর। এদিনের অনুষ্ঠানে পারফরম্যান্স করেন শান, নেহা কক্কর, টনি কক্করের মতো শিল্পীরা। বিভিন্ন দেশের মোট ১২০ জন প্রতিযোগী এদিন অংশ নেন। ভারতের প্রতিনিধিত্ব করেন সিনি শেঠী। সবমিলিয়ে ২৭ বছর পর ভারতের মাটিতে হওয়া মিস ওয়ার্ল্ড ২০২৪ এর প্রতিযোগিতা জমজমাটভাবেই এদিন সমাপ্ত হয়েছে।