ভারতের এক সময়ের জনপ্রিয় নায়িকা ও সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনায় শীর্ষে। পঞ্চাশ ছুঁইছুঁই বয়সে এখনও অবিবাহিত তিনি। সম্প্রতি জানা গেল বিয়ের জন্য পাত্র খুঁজছেন সুস্মিতা। তবে পাত্রকে মানতে হবে একটা শর্ত।
এক সাক্ষাৎকারে এমনটি বলেন অভিনেত্রী। সাবেক বিশ্বসুন্দরীর ভাষ্য, ‘আমি তো বিয়েতে রাজি। কিন্তু এমন মানুষকে পেতে হবে, যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে, প্রতিটা সময় আমাকে বুঝবে। কিন্তু এমন মানুষ তো পাওয়া মুশকিল। যেদিন এমন মানুষ পাবো, সেদিন বিয়ে করবো’।
সুস্মিতা আরও বললেন, ‘শুনতে আজব লাগলেও, আসলে আমার চাহিদার তালিকা অনেক লম্বা। সেটা পূরণ যে করতে পারবে তাঁকেই বিয়ে করবো। নাহলে একাই ভালো আছি।’
নিজের প্রেমের ব্যাপারে কখনও রাখঢাক করেননি সুস্মিতা। যখন যার সঙ্গে হৃদয়ের সম্পর্কে জড়িয়েছেন তখন সেটা প্রকাশ করেছেন। সুস্মিতার জীবনে এর আগে এসেছেন অভিনেতা রণদীপ হুডা, রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন। সম্প্রতি পুরনো প্রেমিক রহমান শলের সঙ্গে রয়েছেন লিভ ইন সম্পর্কে।
শুটিং সেটে আয়ুষ্মান-সারার ঝগড়া, মারধরের শিকার কলাকুশলীরা