সব পোশাক বিক্রি শেষ

আরিয়ানের ফ্যাশন ব্র্যান্ডের মডেল শাহরুখ-সুহানা

এবার ছেলে আরিয়ান খানের ফ্যাশন ব্র্যান্ডের মডেল হলেন বাবা শাহরুখ খান ও বোন সুহানা খান। বেশ কিছুদিন ধরেই এই নিয়ে বিভিন্ন মহলে চর্চা ছিল তুঙ্গে, সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি থেকে শুরু করে পোস্ট ভাইরাল।

রোববার (১৭ মার্চ) রাতে ১০টায় সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন শাহরুখ খান। আরিয়ান খানের ফ্যাশন ব্র্যান্ডের মডেলিংয়ের সেই ভিডিও শেয়ার করাও হয় ওয়েবসাইটে। তবে মডেলিংয়ের ভিডিওটি শেয়ার করার মাত্র কয়েক ঘণ্টায় মধ্যেই সব পোশাক বিক্রি শেষ।

ফাঙ্কি লুকে তৈরি এই পোশাকগুলো সবার নজর কেড়েছে। ২১ হাজার ৫০০ টাকা থেকে ৪০ হাজার ১ হাজার টাকা দামে বিক্রি হয়েছে এই পোশাক। কিছুক্ষণের মধ্যে অধিকাংশ পোশাকই ‘সোল্ড আউট’ বলে দেওয়া হয় ওয়েবসাইটের পক্ষ থেকে। রোববার রাত পোহাতেই সেই লিংকে আর ক্লিক করা যাচ্ছে না।

উল্লেখ্য, ২০২৩ এর শুরুর দিকে ডি ইয়াভোল এক্স-এর সহ-প্রতিষ্ঠাতা আরিয়ান খান তার এই ব্র্যান্ডটির ওয়েবসাইটে চালু করেছিলেন। গত বছরের ৩০ এপ্রিল তার ডি ইয়াভোলের এক্সের অনলাইন সেল শুরু হতেই কয়েক মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যায়। সূত্র:  হিন্দুস্তান টাইমস।