ছোটপর্দার অভিনেতা ফারহান আহমেদ জোভানসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসার উল জিহাদ। ট্রান্সজেন্ডার বিষয়ভিত্তিক ‘রূপান্তর’ নাটকটিতে অভিনয় করার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচনার মুখে পড়েন জোভান।
এরপর ইউটিউব থেকে সরানো হয় নাটকটি। সিনিয়র বিচারিক ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলী আদালত, নোয়াখালীতে ‘রূপান্তর’ নাটকের অভিনেতা-অভিনেত্রী, পরিচালকসহ ৬ জনকে আসামি করে মামলার আবেদন করা হয়।
নাটকটির নির্মাতা রাফাত মজুমদার রিংকু বলেন, দর্শকরা হয়তো নাটকটির কনসেপ্ট সম্পর্কে বুঝতে পারেনি।