বিচ্ছেদের পর মাঝরাস্তায় দাঁড়িয়ে কেঁদেছিলেন জোভান

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৯ পিএম

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। অভিনয়জীবনের শুরুর দিকেই একটি সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সম্পর্কটির স্থায়িত্ব ছিল মাত্র এক মাস। কিন্তু সেই অল্প সময়ের সম্পর্ক ভেঙে যাওয়ার পরই জোভানের জীবনে নেমে আসে তীব্র মানসিক চাপ।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে নিজের জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা খোলাখুলি বলেন অভিনেতা।

জোভানের ভাষায়, সম্পর্কটির সময়কাল খুব বেশি না হলেও বিচ্ছেদের পর নিজেকে সামলানো তার জন্য ভীষণ কঠিন হয়ে পড়েছিল। এমন পরিস্থিতিও এসেছে, যখন তিনি মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছেন।

পডকাস্টে জোভান বলেন, সম্পর্কটা খুব অল্প সময়ের ছিল। কিন্তু শেষ হয়ে যাওয়ার পর মনে হয়েছিল সব কিছু ভেঙে পড়ছে। এমনো হয়েছে- মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।

তবে এই অভিজ্ঞতাই তাকে আরো শক্ত করেছে বলে মনে করেন অভিনেতা। জীবনের এই কঠিন সময়গুলোই নাকি তাঁকে মানুষ হিসেবে পরিণত করেছে এবং একজন অভিনেতা হিসেবে চরিত্রের গভীরে ঢুকতে সাহায্য করেছে।

SN
আরও পড়ুন