সন্তানদের নিয়ে শহর ছাড়লেন শিল্পা

বিটকয়েন জালিয়াতি মামলায় বলিউডের খ্যাতনামা অভিনেত্রী শিল্পা শেঠি ও তাঁর স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ইডি। প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সপ্তাহখানেক আগে। যার মধ্যে জুহুতে একটি ফ্ল্যাট এবং পুনেতে একটি বাংলোও রয়েছে।বাজেয়াপ্ত করেছে রাজ কুন্দ্রার নামে থাকা ইক্যুইটি শেয়ারও। এই ঘটনার এক সপ্তাহের মধ্যেই সন্তানদের নিয়ে  মুম্বাই ছাড়লেন শিল্পা শেট্টি।  

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ছেলে, মেয়ে ও মাকে নিয়ে মুম্বাই বিমানবন্দরে পাপারাৎজ্জিদের ক্যামরাবন্দি শিল্পা। স্বভাবতই প্রশ্ন উঠছে,  ইডির চাপের মুখেই শহর ছেড়ে যাচ্ছেন শিল্পা? না ছুটি কাটাতে মুম্বইয়ের বাইরে? অন্যসময়ের মতো বিমানবন্দরে পাপারাৎজিদের সঙ্গে তেমন একটা কথাও বলেননি। শুধু জানিয়েছেন, দেরি হয়ে গিয়েছে বলে তাড়াহুড়ো করছেন। 

কাজের ফাঁকে সময় পেলেই শিল্পা যে পরিবারের সঙ্গে বেড়াতে  যান সেটা নতুন বিষয় নয়। তবে এবার ছেলে ভিভান ও মেয়ে শামিসা ও মায়ের সঙ্গে কোথায় ঘুরতে যাচ্ছেন সেটা অবশ্য কিছু বলেননি শিল্পা। ইডি কেলেঙ্কারির মাঝেও ফুরফুরে মেজাজেই দেখা গেলো শিল্পা শেট্টিকে।
 
প্রসঙ্গত, ছয় হাজার ৬০০ কোটি টাকার বিটকয়েন পঞ্জি স্ক্যামের আর্থিক তছরুপ মামলায় বৃহস্পতিবারই শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। এই দম্পতির আইনজীবী প্রশান্ত পাটিল আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বলেছিলেন,  'আমরা আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করব। আমার ক্লায়েন্টদের স্বাধীনতা ও সম্পত্তি রক্ষার জন্য আর্থিক তছরূপ প্রতিরোধ আইনের বিধানের অধীনে নির্ধারিত প্রয়োজনীয় পদক্ষেপ নেব। প্রাথমিকভাবে আমার ক্লায়েন্ট রাজ কুন্দ্রা এবং মিসেস শিল্পা শেট্টি কুন্দ্রার বিরুদ্ধে কোনও মামলা নেই। বিচারব্যবস্থার উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।'

এরপর সোশ্যাল মিডিয়ায় রাজ ও শিল্পা দুটি পোস্ট শেয়ার করেছেন। রাজ তাঁর পোস্টে লেখেন, ‘যখন আপনি অসম্মানিত বোধ করেন তখন শান্ত থাকতে শেখা একেবারে অন্য ধরনের বুদ্ধি।’ অন্যদিকে, শিল্পা সাঁই বাবার একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, ‘ওম সাঁই রাম’ হ্যাশট্যাগ দিয়ে 'আত্মসমর্পণ'।