ঢাকা
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঐশ্বরিয়ার পর অভিযোগ নিয়ে আদালতে শিল্পা

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

বলিউড তারকা শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা গত কয়েক বছর ধরে বিভিন্ন আইনি জটিলতার মুখোমুখি। পর্নকাণ্ডে রাজ কুন্দ্রার গ্রেপ্তার, এরপর ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ এখনো আদালতে ঝুলে থাকা এসব মামলার মাঝেই এবার নতুন অভিযোগ নিয়ে আইনের দ্বারস্থ হলেন শিল্পা শেঠি।

অভিনেত্রী সম্প্রতি মুম্বাই হাইকোর্টে ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার রক্ষায় একটি মামলা করেছেন। মামলায় বেশ কয়েকটি ওয়েবসাইট, ২৭ জন ব্যক্তি এবং অজ্ঞাত পরিচয়ের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

শিল্পা শেঠির অভিযোগ, তার অনুমতি ছাড়াই বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে ব্যাপকভাবে তার পরিচিতি ও ছবি ব্যবহার করা হচ্ছে। বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিসিয়াল প্ল্যাটফর্ম দাবি করে তার নাম ও ছবি ব্যবহার করছে।

তিনি আরও জানান, পরিচিত ওয়েবসাইট ছাড়াও অসংখ্য অজানা প্ল্যাটফর্মে তার নাম-ছবি ব্যবহার করে ছড়ানো হচ্ছে বিভ্রান্তিকর কনটেন্ট। পাশাপাশি এআই নির্মিত বিকৃত ছবি ও ভিডিও প্রচার করা হচ্ছে।

অভিনেত্রীর আইনজীবী সানা রঈস খান বলেন, ‘দীর্ঘদিনের কঠোর পরিশ্রমে শিল্পা শেঠি তার পরিচিতি তৈরি করেছেন। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তাঁর সম্মতি ছাড়া নাম, ছবি বা পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারে না। এই অননুমোদিত ব্যবহার তাঁর সুনাম ও মর্যাদাকে ক্ষুণ্ন করছে, তাই তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘কারও পরিচিতি বাণিজ্যিকভাবে ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। আদালতের কাছে আবেদন করেছি এই অপব্যবহার যেন বন্ধ হয় এবং শিল্পার ব্যক্তিত্ব সুরক্ষিত থাকে।’

উল্লেখ্য, এর আগে অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহার ও বিকৃত কনটেন্ট ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তাঁর স্বামী অভিষেক বচ্চন। শিল্পা শেঠির নতুন এই আইনি পদক্ষেপকেও অনেকেই সেই ধারাবাহিকতারই অংশ হিসেবে দেখছেন।

NB/FJ
আরও পড়ুন