আম আদমি পার্টির নেতা রাঘব চাড্ডার পাশে নেই স্ত্রী বলিউড অভিনেত্রী পরিনীতি চোপড়া। দু’জনকে নিয়ে বলিউডে গুঞ্জন ডালপালা মেলছে। বিশেষ করে নেটপাড়ায় নেটিজেনরা এই দম্পতিকে নিয়ে ক্রমাগত আলোচনায় ব্যস্ত। বিয়ের পর তারা ছিলেন এক ছাদের নিচে। কিন্তু কিছু দিন ধরে তারা দুই ভুবনের বাসিন্দা হিসাবে বসবাস করছেন দুই দেশে! স্বামীর বিপদের সময় পাশে নেই স্ত্রী পরিণীতি।
আসলে রাঘব ও পরিণীতির মধ্যে কি ঘটেছে? তাদেরকে নিয়ে নেটিজেনরা আলোচনায় যখন ব্যস্ত সময় পার করছেন, তখন জানা গেছে কাহিনির নেপথ্যের কথা। রেটিনায় ছিদ্রের কারণে লন্ডনে গিয়ে চোখে অপারেশন করিয়েছেন রাঘব চাড্ডার। আর অপারেশন সফল হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। বর্তমানে তিনি লন্ডনেই বেড রেস্টে আছেন। কিন্তু এখনই তাকে ভারতে ফেরার অনুমতি দেননি চিকিৎসকরা।
বলিউড সূত্র বলছে, ‘চমকিলা’ ছবির প্রচারে ব্যস্ত থাকলেও মোবাইল ফোনে রাঘবের খোঁজ রাখছেন। তবে সব সময় পাশে থাকাটা আপাতত হচ্ছে না পরিণীতির। জানা গেছে, পরিণীতি শিগগিরই মুম্বাই থেকে লন্ডনের পথে উড়াল দিতে পারেন। লন্ডনে পৌঁছেই রাঘবের সঙ্গে সময় কাটাবেন। নেটপাড়ায় নেটিজেনরা যা কিছুই বলুন না কেন এবং বলিউডে যতই গুঞ্জন চলুক তাতে খুব একটা পাত্তা দিচ্ছেন না চোপড়া ও চাড্ডা পরিবার।
প্রসঙ্গত, গত বছরের ২৪ সেপ্টেম্বর পাঞ্জাবী রীতি রেওয়াজ মেনে উদয়পুরে রাজকীয় বিয়ে সেরেছেন রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া। ‘আম আদমি’ সংসদ সদস্যের সঙ্গে বলিউড অভিনেত্রীর হাই প্রোফাইল বিয়ের অনুষ্ঠান নিয়ে ভারতজুড়ে কম চর্চা হয়নি। সূত্র: পিঙ্কভিলা, এনডিটিভি।