পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির নায়ক হয়ে অভিনয় করতে যাচ্ছেন শরীফুল রাজ। ছবির নাম ‘আলতা বানু কখনো জোছনা দেখেনি’। সিনেমাটির শুটিং শুরুর কথা জুলাই মাসের মাঝামাঝি। এ তথ্য নিশ্চিত করে ছবির পরিচালক হিমু আকরাম। সিনেমাটি প্রযোজনায় থাকছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
আকরাম বলেন, ‘রাজ ও স্বস্তিকাকে নিয়ে ছবিটি বানাতে যাচ্ছি। দুজনের সঙ্গেই চুক্তি স্বাক্ষর করেছি। দুজনের লুক সেটও শেষ হয়েছে। আশা করছি, মাস দু-একের মধ্যেই শুটিং শুরু করতে পারব।’
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন যৌথক্রমে হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন।
সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে মিস্টিরিয়াস গল্পের সিনেমাটির দৃশ্যধারণ হবে বলে জানা গেছে। তারকাবহুল সিনেমায় স্বস্তিকা ও রাজের পাশাপাশি ইরেশ যাকের, মামুনুর রশীদ, সোহেল মণ্ডলসহ অনেকেই অভিনয় করবেন।
এর আগে শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে তুমি’ নামের সিনেমায় অভিনয় করেছিলেন স্বস্তিকা। সিনেমাটি নির্মাণ করেছিলেন এফ আই মানিক।
জানা গেছে, ‘আলতা বানু কখনো জোছনা দেখেনি’ একটি ডার্ক থ্রিলার ছবি। মূলত আলতা বানু ও প্রেম চাঁদকে ঘিরেই ছবির গল্প আবর্তিত হবে। প্রেম চাঁদ চরিত্রটি খুঁজে পেতে সময় লেগেছে বলে জানান পরিচালক। রাজের চরিত্রের গল্প তিনটি স্তরে। মূল নাম প্রেম চাঁদ হলেও সুজন মিয়া ও মুইনুল হোসেন নামে আরও দুটি চরিত্রে দেখা যাবে রাজকে।
পরিচালক হিমু বলেন, ‘চরিত্রটি খুঁজে পেতে সময় লেগেছে। কারণ, একই গল্পে একজন অভিনেতার ক্ষেত্রে তিনটি তিন ধরনের চরিত্র ফুটিয়ে তুলতে পারবেন, আমাদের এখানে এ ধরনের অভিনেতা পাওয়া মুশকিল। আমার কাছে মনে হয়েছে, শরীফুল রাজ সেটি পারবেন।’