ছয় মিনিটের অভিবাদন, অশ্রুসিক্ত জর্জ মিলা

কান চলচ্চিত্র উৎসবে ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ দেখানোর ৯ বছর পর ভূমধ্যসাগরের তীরেই এলো এর বহুল প্রতীক্ষিত প্রিক্যুয়েল ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’। রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখে দর্শকরা টানা ছয় মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। 

বুধবার (১৫ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় (বাংলাদেশ সময় রাত ১১টা) পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতার বাইরে ছিল এর প্রদর্শনী। 

অস্ট্রেলিয়ার জর্জ মিলারের পরিচালনায় তরুণী ফিউরিওসা চরিত্রে অভিনয় করেছেন আনিয়া টেলর-জয়। দর্শকদের করতালির সময় তিনি ক্যামেরায় চুম্বন উড়িয়ে দেন। ছবিটিতে খলচরিত্রে দেখা গেছে ক্রিস হেমসওয়ার্থকে। দর্শকদের টানা অভিবাদন পেয়ে অশ্রুসজল দৃষ্টিতে তাকিয়ে ছিলেন অস্ট্রেলিয়ান এই তারকা। 

ছয় মিনিটের করতালি শেষে জর্জ মিলার বলেন, ‘আমরা ছবিটির জন্য কঠোর পরিশ্রম করেছি। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।’

কান উৎসবের সঙ্গে জর্জ মিলারের সম্পর্কটা নিবিড়। ১৯৯৯ সালে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের মধ্যে ছিল তার নাম। ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ২০১৫ সালে প্রতিযোগিতার বাইরে স্থান পায়। ২০১৬ সালে মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান হন তিনি। সর্বশেষ ২০২২ সালে তার পরিচালিত ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’ দেখানো হয় প্রতিযোগিতার বাইরে।

ক্রিস হেমসওয়ার্থ ও আনিয়া টেলর-জয় উভয়ে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরের সামনে বিছানো লালগালিচায় পা রাখার আগে ঝকঝকে দামি গাড়ি থেকে নেমে সড়কের ধারে অপেক্ষমাণ অনেক ভক্তকে অটোগ্রাফ ও সেলফি বিলিয়েছেন। তবে ছেলেদের জন্য বাধ্যতামূলক ড্রেস কোড ভেঙেছেন সাদা টাক্সেডো জ্যাকেট পরা ‘থর’ তারকা ক্রিস হেমসওয়ার্থ। তিনি নিজের বো-টাই ভুলে অস্ট্রেলিয়ায় ফেলে এসেছেন!

ম্যাড ম্যাক্স’ ফ্রাঞ্চাইজের পঞ্চম কিস্তি ‘ফিউরিওসা: অ্যা ম্যাড ম্যাক্স সাগা’। ওয়ার্নার ব্রাদার্সের পরিবেশনায় আগামী ২৪ মে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আশা করা হচ্ছে, ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর ৩৮ কোটি ডলার আয়কে ছাড়িয়ে যাবে নতুন পর্ব। এর বাজেট ১৬ কোটি ৮০ লাখ ডলার। 

‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’-এর প্রিক্যুয়েল হিসেবে ১৫-২০ বছর আগের গল্প থাকছে নতুন পর্বে, যখন পৃথিবীতে পরিবেশ বিপর্যয়ের পর অল্প বয়সী মেয়ে ফিউরিওসাকে ছিনিয়ে নিয়ে যায় লুটেরা বাহিনী। কিন্তু সে হাল ছাড়ে না। অসংখ্য বিপজ্জনক শত্রুকে মোকাবিলা করে বর্জ্যভূমির মধ্য দিয়েই ঘরে ফেরার রুদ্ধশ্বাস সংগ্রামে নামে মেয়েটি। 

মূল প্রতিযোগিতা

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ‘ওয়াইল্ড ডায়মন্ড’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এটি ফ্রান্সের আগাত রিদাঁজে পরিচালিত প্রথম চলচ্চিত্র। সমসাময়িক রিয়েলিটি টিভি অনুষ্ঠানের প্রতি তরুণ-তরুণীদের আগ্রহকে কেন্দ্র করে নারীকেন্দ্রিক গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। গল্পের প্রধান নারী চরিত্রের মনোভাব সমাজের শ্রেণিবৈষম্যের বিরুদ্ধে। একই ভেন্যুতে রাত ১০টা ৩০ মিনিটে ছিল সুইডেনের মান্নেস ফন হোর্ন পরিচালিত সাদাকালো ছবি ‘দ্য গার্ল উইথ দ্য নিডেল’।