কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে প্রদর্শিত হলো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক শ্যাম বেনেগাল নির্মিত সিনেমা ‘মন্থন’।
১৯৭৬ সালে মুক্তি পায় ১৩৪ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমা। মুক্তির প্রায় ৫০ বছর পর কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হলো সিনেমাটি। এ উৎসবের ক্ল্যাসিক বিভাগে ‘মন্থন’ সিনেমার পুনরুদ্ধারকৃত সংস্করণের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে।
সিনেমাতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল স্মিতা পাতিল, গিরিশ কারনাড, নাসিরুদ্দিন শাহ ও অমরীশ পুরীকে ৷ সিনেমার চিত্রনাট্য লেখেন বিজয় তেন্ডুলকর। ভার্গিস কুরিয়েনের জীবনের একটা বড় অংশই ছিল সিনেমার মূল কাহিনী। সংলাপ লেখেন কাইফি আজমি।
জানা যায়, মন্থন ভারতের প্রথম ছবি যা দেশবাসীর টাকায় তৈরি হয়েছে। প্রায় ৫ লাখ দুগ্ধশিল্পে যুক্ত কর্মী ২ টাকা করে অনুদান দেন। সেই টাকায় তৈরি হয়েছিল ‘মন্থন’। পাশাপাশি এই ছবি চলতি বছর 'ওয়ার্ল্ড মিল্ক ডে'-তে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রিমিয়ার করা হবেও জানা গেছে।
৪৮ বছরের পুরোনো ‘মন্থন’ সিনেমার প্রিন্ট পুনরুদ্ধার করেছে ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন। এর ৩৫ মিলিমিটার মূল নেগেটিভ সংরক্ষিত ছিল এনএফডিসিতে (ভারতের জাতীয় চলচ্চিত্র সংগ্রহশালা)। পুনরুদ্ধার প্রক্রিয়া বাস্তবায়নে কাজ করেছেন পরিচালক শ্যাম বেনেগাল, চিত্রগ্রাহক গোবিন্দ নিহালানি, চেন্নাইয়ের প্রসাদ করপোরেশনের প্রাইভেট লিমিটেডের পোস্ট–স্টুডিওস এবং ইতালির লি’মাজিন রিত্রোভাতা ল্যাবরেটরি। অর্থায়নে সহযোগিতা করেছে ভার্গিস কুরিয়েনের গড়া প্রতিষ্ঠান গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনে সংরক্ষিত প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত ৩৫ মিলিমিটার প্রিন্ট থেকে শব্দ ডিজিটালে রূপান্তর করা হয়েছে।