কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় মা-মেয়ের সেই ভাইরাল মুহূর্ত আজও ভক্তদের মনে গেঁথে আছে। বহু বছর আগের সেই স্মৃতি এখনো ভোলেননি ঐশ্বরিয়া রাই বচ্চন। সম্প্রতি সৌদি আরবে ‘রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে’ অংশ নিয়ে মেয়ে আরাধ্যার ছোটবেলার সেই আবেগঘন স্মৃতিচারণ করলেন সাবেক এই বিশ্বসুন্দরী।

ঐশ্বরিয়া জানান, ছোটবেলা থেকেই মায়ের সঙ্গী হিসেবে কান উৎসবে যাওয়া আরাধ্যা পরিবেশটার সঙ্গে বেশ পরিচিত ছিল। তবে সেবার আরাধ্যার গাউন পরার বিষয়টি কোনো পরিকল্পিত ফটোশুট ছিল না।
সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, ‘মানুষ ভাবে, ছবি তোলার জন্যই হয়তো তাকে গাউন পরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। ও তখন একদম ছোট্ট শিশু রূপকথার গল্প পড়ে, দেখে। মাকে জমকালো পোশাকে সাজতে দেখে তার মনে হতো, আমরা হয়তো কোনো রূপকথার চরিত্রে অভিনয় করছি। তাই পুরো বিষয়টি তার কাছে ছিল খেলার মতোই আনন্দদায়ক।’
সেই সময়ের নেপথ্যের মুহূর্তগুলো ভীষণ উপভোগ্য ছিল উল্লেখ করে ঐশ্বরিয়া বলেন, ‘আমি যখন রেড কার্পেটের জন্য প্রস্তুত হচ্ছিলাম, আরাধ্যা তখন আমাকে এটা-ওটা দেখাচ্ছিল। পুরো টিম যখন ব্যস্ত, তখন ও আমার পাশ দিয়ে হাঁটছিল। আমি ওর হাত শক্ত করে ধরে রেখেছিলাম, কারণ আমি চাইছিলাম না ভিড়ের মধ্যে ও দূরে সরে যাক। ও তখন ভীষণ আনন্দ পাচ্ছিল।’
লাল গালিচায় মা-মেয়ের সেই স্নিগ্ধ রসায়ন পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। আজও সেই স্মৃতি মনে করলে আবেগে আপ্লুত হয়ে পড়েন ঐশ্বরিয়া।
ক্ষমা চাইলেন শাহরুখ খান, কেন?