কানে গ্রাঁ প্রিঁ জিতল পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’

কানের মঞ্চ ফের ভারতীয়দের জয়জয়কার। ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা আসরে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ প্রিঁ পুরস্কার জিতে নিল পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’।

প্রথম ভারতীয় অভিনেত্রী হিসাবে কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে বাংলার মেয়ে অনসূয়া সেনগুপ্তের সেরার পুরস্কার জয়ের পরপরই এলো আরেক সুখবর। ৩০ বছর পর কোনও ভারতীয় ছবি হিসাবে কান চলচ্চিত্র উৎসবে পাম ডি'ওর জয়ের প্রত্যাশা জাগিয়েছিল পায়েল কাপাডিয়ার ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট। সর্বোচ্চ পুরস্কার হাতছাড়া হলেও কানের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান গ্রাঁ পিঁ পুরস্কার জিতল এই ছবি।

উৎসবের শেষ দিনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছবির কলাকুশলীদের সঙ্গে উপস্থিত ছিলেন পায়েল। মঞ্চে দেখা মিলল কানি কুশ্রুতি, দিব্যা প্রভা ও ছায়া কদমের। বিজয়ী হিসাবে ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর নাম ঘোষণার পরেই আবেগে-উচ্ছ্বাস ভাসল গোটা টিম।

গত ২৩ মে কানে প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর। ছবি শেষ হওয়ার পর আট মিনিট ধরে হৃদয়গ্রাহী স্ট্যান্ডিং ওভেশন পেয়েছিল পায়েল ও তার কলাকুশলীরা। এই ছবির সঙ্গেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসাবে আত্মপ্রকাশ করেছেন পায়েল। শুরুতেই বাজিমাত তার।

ইন্দো-ফরাসি প্রযোজনায় তৈরি এই ছবি। নার্স প্রভার জীবনের গল্প এই ছবি। যে চরিত্রে অভিনয় করেছেন কানি কুশ্রুতি। এর আগে আ নাইট অফ নোয়িং নাথিং নামে একটি ডকুমেন্টারির জন্য কান চলচ্চিত্র উৎসবে গোল্ডেন আই পুরষ্কার জিতেছিলেন পায়েল।

কান চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম (পাম ডি'ওর) জিতলো মার্কিন যুক্তরাষ্ট্রের ছবি ‘আনোরা’। সেরা অভিনেত্রী বিভাগে এমিলিয়া পেরেজ এবং 'দ্য সাবস্ট্যান্স'-এর জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার জিতেছেন কারালি ফারজেট। 'কাইন্ডস অব কাইন্ডনেস' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন জেসি প্লেমনস।